KL Rahul: গিলকে সেঞ্চুরি করাতে গিয়ে ডুবল রাহুল! রেগে লাল হয়ে কড়া বার্তা সুনীল গাভাসকরের

Feb 07, 2025 | 1:41 PM

IND vs ENG, ODI: 'নিজের স্বাভাবিক ক্রিকেট খেলা উচিত ছিল ওর।' বক্তা ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। কার জন্য এমন কথা বললেন সানি? তিনি হলেন লোকেশ রাহুল। ছয়ে নেমে ৯ বলে মাত্র ২ রান করেন কেএল। তাঁর খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলে কড়া বার্তা দিয়েছেন গাভাসকর।

1 / 8
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। যার ফলে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। অবশ্য এর মাঝে ভারতীয় শিবিরের বেশ কয়েকটি বিষয়ে চিন্তাও রয়েছে। (ছবি-পিটিআই)

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। যার ফলে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। অবশ্য এর মাঝে ভারতীয় শিবিরের বেশ কয়েকটি বিষয়ে চিন্তাও রয়েছে। (ছবি-পিটিআই)

2 / 8
যেমন ভারতের ওপেনি জুটি জমাট না হওয়া। রান পাননি ক্যাপ্টেন রোহিত শর্মা (২) ও ডেবিউ ম্যাচ খেলতে নামা যশস্বী জয়লওয়াল (১৫)। এখানেই শেষ নয়, ছয়ে নেমে ব্যর্থ হন লোকেশ রাহুলও।

যেমন ভারতের ওপেনি জুটি জমাট না হওয়া। রান পাননি ক্যাপ্টেন রোহিত শর্মা (২) ও ডেবিউ ম্যাচ খেলতে নামা যশস্বী জয়লওয়াল (১৫)। এখানেই শেষ নয়, ছয়ে নেমে ব্যর্থ হন লোকেশ রাহুলও।

3 / 8
৯টি বল খেলে মাত্র ২ রান করে আউট হন কেএল রাহুল। প্রথম চার বলে দুই রান নেওয়ার পর রাহুল চেষ্টা করেন সিঙ্গল নিয়ে শুভমনকে স্ট্রাইক দিতে। যাতে গিলের সেঞ্চুরি পূরণ হয়।

৯টি বল খেলে মাত্র ২ রান করে আউট হন কেএল রাহুল। প্রথম চার বলে দুই রান নেওয়ার পর রাহুল চেষ্টা করেন সিঙ্গল নিয়ে শুভমনকে স্ট্রাইক দিতে। যাতে গিলের সেঞ্চুরি পূরণ হয়।

4 / 8
আসলে যে সময় লোকেশ রাহুল ব্যাটিংয়ে নামেন, তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। তখন শুভমন ছিলেন ৮১ রানে।

আসলে যে সময় লোকেশ রাহুল ব্যাটিংয়ে নামেন, তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। তখন শুভমন ছিলেন ৮১ রানে।

5 / 8
৩৫.৪ ওভারে ফুল ফোর্সে শট খেলতে পারেননি রাহুল। ভেবেছিলেন সিঙ্গল নিয়ে গিলকে স্ট্রাইক দেবেন। কিন্তু আদিল রশিদের বলে তিনি কট অ্যান্ড বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

৩৫.৪ ওভারে ফুল ফোর্সে শট খেলতে পারেননি রাহুল। ভেবেছিলেন সিঙ্গল নিয়ে গিলকে স্ট্রাইক দেবেন। কিন্তু আদিল রশিদের বলে তিনি কট অ্যান্ড বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

6 / 8
রাহুলকে এ ভাবে উইকেট ছুড়ে দিতে দেখে চটে যান ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেন, 'ওর উচিক নিজের স্বাভাবিক স্টাইলে ক্রিকেটটা খেলা। ও চেষ্টা করল যাতে ওর ব্যাটিং পার্টনার সেঞ্চুরি করতে পারে। আর দেখো কী হল।'

রাহুলকে এ ভাবে উইকেট ছুড়ে দিতে দেখে চটে যান ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেন, 'ওর উচিক নিজের স্বাভাবিক স্টাইলে ক্রিকেটটা খেলা। ও চেষ্টা করল যাতে ওর ব্যাটিং পার্টনার সেঞ্চুরি করতে পারে। আর দেখো কী হল।'

7 / 8
রাহুলের আউট হওয়া মেনে নিতে পারেননি সানি। তিনি বলেন, 'এটা একটা টিম গেম। তোমার সেখানে এমন শট খেলা উচিত নয়। একইসঙ্গে পার্টনারকে সেঞ্চুরি করতে সাহায্য করার প্রয়োজনও নেই। ও হালকা করে বলটা ট্যাপ করতে গিয়েছিল আর ওটা হাফ হার্টেড শট হয়ে গেল।'

রাহুলের আউট হওয়া মেনে নিতে পারেননি সানি। তিনি বলেন, 'এটা একটা টিম গেম। তোমার সেখানে এমন শট খেলা উচিত নয়। একইসঙ্গে পার্টনারকে সেঞ্চুরি করতে সাহায্য করার প্রয়োজনও নেই। ও হালকা করে বলটা ট্যাপ করতে গিয়েছিল আর ওটা হাফ হার্টেড শট হয়ে গেল।'

8 / 8
লোকেশ রাহুল আউট হওয়ার পর শুভমন গিল কিন্তু তাঁর সেঞ্চুরি পূরণ করতে পারেননি। ৯৬ বলে ৮৭ রানের ইনিংস উপহার দেন গিল। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন পঞ্জাব তনয়।

লোকেশ রাহুল আউট হওয়ার পর শুভমন গিল কিন্তু তাঁর সেঞ্চুরি পূরণ করতে পারেননি। ৯৬ বলে ৮৭ রানের ইনিংস উপহার দেন গিল। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন পঞ্জাব তনয়।