
২২ নভেম্বর থেকে শুরু হতে চলা পারথ টেস্টে বিরাট কোহলির কাছে সুযোগ রয়েছে তাঁর টেস্ট কেরিয়ারে এক মাইলফলকে পৌঁছনোর। (ছবি-পিটিআই)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২০৪২ রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। এ বারের ৫ টেস্টের সিরিজে ১০২ রান করতে পারলেই এক রেকর্ড গড়বেন কিং কোহলি। (ছবি-পিটিআই)

বিরাট কোহলির সামনে আসলে রয়েছে ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যাওয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২টি টেস্টে ২১৪৩ রান করেছেন। বিরাটের তাঁকে টপকে যাওয়ার জন্য প্রয়োজন ১০২ রান। (ছবি-পিটিআই)

লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির নামে রয়েছে ৮টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি। হোম ও অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে বিরাট ৪৭.৪৮ গড়ে ২৫টি টেস্টে খেলেছেন। (ছবি-পিটিআই)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শীর্ষে সচিন তেন্ডুলকর। তিনি অজিদের বিরুদ্ধে ৩৯ ম্যাচে ৩৬৩০ রান করেছেন। (ছবি-পিটিআই)

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রান করার তালিকায় সচিনের পর রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি ২৯টি ম্যাচে ২৪৩৪ রান করেছেন। (ছবি-পিটিআই)

অজিদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করা প্লেয়ারের তালিকার তিনে রাহুল দ্রাবিড়। এবং চারে চেতেশ্বর পূজারা। তিনি অজিদের বিরুদ্ধে ২৫টি টেস্টে ২০৭৪ রান করেছেন। (ছবি-পিটিআই)

বিরাট কোহলি ২০১১ সাল থেকে টেস্টে খেলছেন। এখনও অবধি তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি টেস্টে ৪৪টি ইনিংসে ২০৪২ রান করেছেন। (ছবি-পিটিআই)