e Wriddhiman Saha: চল্লিশে ঋদ্ধিমান সাহা, গুজরাটের IPL রিটেনশন প্ল্যান থেকে কি বাদ পাপালি? - Bengali News | Wriddhiman Saha turns 40 Today, will GT retain him ahead of IPL 2025 Mega Auction | TV9 Bangla News

Wriddhiman Saha: চল্লিশে ঋদ্ধিমান সাহা, গুজরাটের IPL রিটেনশন প্ল্যান থেকে কি বাদ পাপালি?

IPL 2025 Mega Auction: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে আর এক সপ্তাহও বাকি নেই আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার জন্য। এরই মাঝে, আজ ২৪ অক্টোবর চল্লিশে পা দিলেন ঋদ্ধিমান সাহা। এ বার প্রশ্ন হচ্ছে তিনি কি গুজরাটের আইপিএল রিটেনশন প্ল্যান থেকে বাদ পড়লেন?

Oct 24, 2024 | 7:29 PM

1 / 8
ক্যালেন্ডার বলছে আজ ২৪ অক্টোবর। জীবনের ৩৯টা বসন্ত কাটিয়ে আজ চল্লিশে পা দিলেন শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

ক্যালেন্ডার বলছে আজ ২৪ অক্টোবর। জীবনের ৩৯টা বসন্ত কাটিয়ে আজ চল্লিশে পা দিলেন শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

2 / 8
চল্লিশে চালশে নয়, এ কথা মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করেছেন। ঋদ্ধিমান সাহাও কি পারবেন? দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ঋদ্ধি। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়।

চল্লিশে চালশে নয়, এ কথা মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করেছেন। ঋদ্ধিমান সাহাও কি পারবেন? দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ঋদ্ধি। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়।

3 / 8
একদিকে দেশের মাটিতে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। ঘরের মাঠে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ঋদ্ধিমান সাহা।

একদিকে দেশের মাটিতে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। ঘরের মাঠে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ঋদ্ধিমান সাহা।

4 / 8
গত মরসুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের জার্সিতে খেলেছেন ঋদ্ধিমান সাহা। পঁচিশের আইপিএলে তাঁকে কি গুজরাটের হয়ে খেলতে দেখা যাবে?

গত মরসুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের জার্সিতে খেলেছেন ঋদ্ধিমান সাহা। পঁচিশের আইপিএলে তাঁকে কি গুজরাটের হয়ে খেলতে দেখা যাবে?

5 / 8
সম্প্রতি গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়ায় শুভমন গিল ও রশিদ খানের কয়েকটি ছবি শেয়ার করেছে। যা দেখে ক্রিকেট প্রেমীরা ধরেছেন এ ভাবেই গুজরাট তাদের রিটেন করতে চলা ক্রিকেটারদের নামের ইঙ্গিত দিয়েছেন। এরপর প্রশ্ন উঠেছে তা হলে ঋদ্ধি কি গুজরাটের রিটেনশন প্ল্যানে নেই?

সম্প্রতি গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়ায় শুভমন গিল ও রশিদ খানের কয়েকটি ছবি শেয়ার করেছে। যা দেখে ক্রিকেট প্রেমীরা ধরেছেন এ ভাবেই গুজরাট তাদের রিটেন করতে চলা ক্রিকেটারদের নামের ইঙ্গিত দিয়েছেন। এরপর প্রশ্ন উঠেছে তা হলে ঋদ্ধি কি গুজরাটের রিটেনশন প্ল্যানে নেই?

6 / 8
এ বার প্রশ্ন হল, ঋদ্ধিমান সাহাকে কি রিটেন করবে গুজরাট টাইটান্স? তেমন কোনও সম্ভবনার কখা এখনও ভারতীয় ক্রিকেট মহলে শোনা যায়নি।

এ বার প্রশ্ন হল, ঋদ্ধিমান সাহাকে কি রিটেন করবে গুজরাট টাইটান্স? তেমন কোনও সম্ভবনার কখা এখনও ভারতীয় ক্রিকেট মহলে শোনা যায়নি।

7 / 8
যদি ঋদ্ধিকে গুজরাট টাইটান্স রিটেন না করে, তা হলে নিলামে উঠবেন তিনি। সেখানে যদি দল পান পাপালি, তা হলে পঁচিশের আইপিএলে তাঁর ঠিকানা বদলে যেতেও পারে।

যদি ঋদ্ধিকে গুজরাট টাইটান্স রিটেন না করে, তা হলে নিলামে উঠবেন তিনি। সেখানে যদি দল পান পাপালি, তা হলে পঁচিশের আইপিএলে তাঁর ঠিকানা বদলে যেতেও পারে।

8 / 8
এর আগে আইপিএলে ঋদ্ধিমান সাহা চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন। পঁচিশে অন্য কোনও টিমে তাঁকে দেখা যায় কিনা, সেটাই দেখার।

এর আগে আইপিএলে ঋদ্ধিমান সাহা চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন। পঁচিশে অন্য কোনও টিমে তাঁকে দেখা যায় কিনা, সেটাই দেখার।