Bangla NewsPhoto gallery These 5 days are considered auspicious for establishing Laddu Gopal in the house
Laddu Gopal Puja Date: শুধু জন্মাষ্টমীর দিন নয়, ঠাকুরঘরে গোপাল স্থাপন করার শুভ কোন দিন?
Hindu Puja Rules: যদি বাড়িতে গোপালঠাকুরকে স্থাপন করার কথা ভাবেন, তাহলে বাস্তুশাস্ত্র মতে, কোন কোন দিনে ঘরে গোপালের মূর্তি আনা শুভ, তা জানা জরুরি। সকলেই জানেন কৃষ্ণের জন্মতিথি অনুযায়ী বাড়িতে মূর্তি আনলে তা অত্যন্ত শুভ হয়ে থাকে, কিন্তু এছাড়াও আরও রয়েছে বিশেষ ও শুভ দিন, যেদিনগুলিতে গোপালঠাকুর স্থাপন করা যেতে পারে।
Follow Us:
জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপ লাড্ডু গোপালকে স্থাপন করে পুজো করার সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। অনেকেই মনে করেন, বাড়িতে কোনও শিশু থাকলে যেমন প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি ঠাকুর হিসেবে গোপাল থাকলে সেই বাড়িতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়, গোটা বাড়ি আনন্দময় হয়ে ওঠে।
যদি বাড়িতে গোপালঠাকুরকে স্থাপন করার কথা ভাবেন, তাহলে বাস্তুশাস্ত্র মতে, কোন কোন দিনে ঘরে গোপালের মূর্তি আনা শুভ, তা জানা জরুরি। সকলেই জানেন কৃষ্ণের জন্মতিথি অনুযায়ী বাড়িতে মূর্তি আনলে তা অত্যন্ত শুভ হয়ে থাকে, কিন্তু এছাড়াও আরও রয়েছে বিশেষ ও শুভ দিন, যেদিনগুলিতে গোপালঠাকুর স্থাপন করা যেতে পারে।
একাদশীর দিন লাড্ডু গোপাল আনা খুবই শুভ বলে মনে করা হয়।কারণ একাদশীর উৎসব ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, তাই একাদশীর দিন লাড্ডু গোপাল স্থাপন করা হলে গৃহে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ধনসম্পত্তি ভরে ওঠে।
শ্রাবণ মাসে ভগবান শিবেরসেবা করার সবচেয়ে সেরা সময়। বাবার মাসেও বাড়িতে লাড্ডু গোপাল স্থাপন করার শুভ দিন বলে মনে করা হয়। তাতে শিবের আশীর্বাদও পাওয়া যায়।
এছাড়া শ্রীরাধার জন্মমাসেও গোপাল ঠাকুর স্থাপন করতে পারেন। হিন্দু ক্যালেন্ডার মতে, ভাদ্রপদ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বরসানায় জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে রাধাষ্টমী নামে পালন করা হয়। রাধাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে ঘরে আনার সবচেয়ে শুভ সময়। রাধাষ্টমীতে লাড্ডু গোপাল আনা শুভ।
লাড্ডু গোপাল বাড়িতে স্থাপন করতে চাইলে, জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপাল বাড়িতে আনতে পারেন। জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এদিনে নতুন লাড্ডু গোপালকে বাড়িতে স্থাপন করা ও তার পুজো করা খুব শুভ।
পূর্ণিমার দিন লাড্ডু গোপালকে বাড়িতে আনার সবচেয়ে শুভ সময়। পূর্ণিমার দিনে লাড্ডু গোপালকে ক্ষীর নিবেদন করতে পারেন। তাতে তুষ্ট হলে সব ইচ্ছে পূরণ হতে পারে। এ দিনে উপবাস রাখলে পূর্ণিমার গুরুত্ব আরও বেড়ে যায়।