অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্কের গভীরতা কম বেশি সকলেরই জানা। এই খবর অজানা ছিল না জয়া বচ্চনেরও। কিন্তু কখনই প্রকাশ্যে প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁকে।
তবে মনে মনে যে এই সম্পর্কে তাঁর মনে আঘাত পৌঁছত, তা বেশ স্পষ্টই ছিল রেখার কাছে। হাতে নাতে প্রমাণও পেয়েছিলেন তিনি। অথচ জয়া বচ্চনই একটা সময় বলেছিলেন তিনি কোনও গুজবেই কান দেন না।
তবে যখন মুকদ্দর কা সিকন্দর ছবি মুক্তি পায় তখন বেজায় কষ্ট পেয়েছিলেন তিনি। না, তখনও ছবি মুক্তি পায়নি। একটি স্পেশ্যাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল মাত্র।
সেখানেই প্রথমসারিতে বসে ছিলেন জয়া বচ্চন। সঙ্গে ছিল তাঁর পরিবারের সকলেই। তবে তাঁরা পেছনের সারিতে বসার কারণে কেউ বিষয়টা লক্ষ্য করেনি। তবে সামনে থেকে সবটা দেখেছিলেন রেখা।
ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার একটি ঘনিষ্টদৃশ্য ছিল। সেই দৃশ্য পর্দায় দেখা মাত্রই চোখ থেকে জল গড়িয়ে পড়ে জয়া বচ্চনের। নিরবে কাঁদতে থাকেন তিনি।