রচনা বন্দ্যোপাধ্যায়-- বাংলার 'দিদি নম্বর ওয়ান'। সাফল্যের সঙ্গে একা কাঁধে রিয়ালিটি শো-কে টেনে নিয়ে যাচ্ছেন বহু বছর ধরে। এক মুখ হাসি ওই তাঁর সিগনেচার স্টেপ। স্বামীর প্রবাল বসুর সঙ্গে আলাদা থাকেন রচনা। ছেলে প্রণীল তাঁর সঙ্গেই থাকে। স্বামীর সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ না হলেও সংসার করা হয়নি রচনার। সে অন্য প্রসঙ্গ। তবে জানেন কি, ইন্ডাস্ট্রি বলে প্রবালের আগেও ভালবাসায় নিজেকে সমর্পণ করেছিলেন রচনা।
শোনা যায় প্রবালের সঙ্গে তাঁর এটি দ্বিতীয় বিবাহ। এর আগে এক নায়ককেই মন দিয়েছিলেন তিনি। প্রেম নাকি গড়িয়েছিল বিয়ে পর্যন্তও। তবু সংসার করা হয়নি তাঁর।
সেই নায়িক হলেন ওড়িয়া ছবির জগতের সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র। ২০০০-এর শুরুতে সে সময় রচনার রমরমা বাজার। বাংলার পাশাপাশি চুটিয়ে কাজ করছেন ওড়িয়া ছবির জগতেও।
তাঁর ও সিদ্ধান্তের জুটি তখন সুপারহিট। এমনই এক সময় নাকি রিয়েল জুটিও হিট করে যায় তাঁদের। প্রেমে পড়েন তাঁরা। শোনা যায়, গোপনে নাকি বিয়েও সেরে নিতে দেরি করেননি।
তবে এও শোনা যায়, সিদ্ধান্তের পরিবারের তরফে নাকি এই বিয়েকে কখনওই মান্যতা দেওয়া হয়নি। তাই বিয়ে করলেও রচনারও আর সংসার করা হয়ে ওঠেনি।
অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে ভাঙে তাঁদের। আর রচনাও বিদায় জানান ওড়িয়া ছবির জগৎকে। পাকাপাকি ভাবে কাজ শুরু করেন বাংলায় ।
সে সময় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিও ভাঙনের পথে, তাই বাংলা ছবির জগৎ পেয়ে যায় এক নতুন জুটি, তা হল রচনা-প্রসেনজিৎ জুটি। সেই জুটিও সুপারহিট হয়।
একবার এক সাক্ষাৎকারে রচনা বলেছিলেন স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দেবেন, দু'বার ভালবেসেও সংসার করা হয়নি তাঁর। মনের কোনে আক্ষেপ কি আজও তাঁকে কাঁদায় প্রতিরাতে?