৯২ আসনে ফয়সলা, কংগ্রেসকে ছাড়ল বাম
বৈঠক শেষে অধীর জানালেন, ৯২ টি আসন 'সুরক্ষিত' করে ফেলেছে কংগ্রেস (Congress)।
আরও একদফা বৈঠক বাম-কংগ্রেসের। বৈঠক শেষে অধীর জানালেন, ৯২ টি আসন ‘সুরক্ষিত’ করে ফেলেছে কংগ্রেস। যদিও আইএসএফ-কে কতগুলি আসন ছাড়া হবে তা স্পষ্ট করে জানাননি প্রদেশ কংগ্রেস সভাপতি। অন্যদিকে, বামেরা কতগুলি আসনে লড়বে তা এখনও পরিষ্কার করেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Published on: Mar 01, 2021 08:41 PM