গুলাম নবি আজ়াদের ফেয়ারওয়েল স্পিচ: জড়িয়ে গেল কথা, বক্তব্য থামিয়ে জল খেলেন PM Modi
চোখের কোণে চিকচিক করে অশ্রু। গলায় কথা আটকে যাচ্ছিল। নরম হচ্ছিল গলার স্বরও। তবু ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী।
গুলাম নবি আজ়াদের বিদায়কালে বিরল নজিরের সাক্ষী থাকল সংসদের উচ্চকক্ষ। সৌজন্যে মোদীর সৌজন্যতা। নবির বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে, কথা বলতে বলতে জড়িয়ে আসে নমোর গলা। চোখের কোণে চিকচিক করে অশ্রু। গলায় কথা আটকে যাচ্ছিল। নরম হচ্ছিল গলার স্বরও। তবু ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী। গোটা রাজ্যসভা যেন আবেগ তাড়িত। ‘একজন যিনি সংসদের চিন্তা করতেন, দেশের চিন্তা করতেন’, এভাবেই নবির বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী। নবির জন্য কোনও দিন তাঁর দরজা বন্ধ হবে না। তিনি বলেন, “এ কথা মনে করলে চলবে না যে আপনি সংসদে নেই। আপনার জন্য দরজা সব সময় খোলা।”