কেন্দ্রীয় গাইডলাইন প্রকাশ, সোশ্যালে স্বেচ্ছাচারে লাগাম!

কেন্দ্রীয় গাইডলাইন প্রকাশ, সোশ্যালে স্বেচ্ছাচারে লাগাম!

ishita marick | Edited By: সৌরভ পাল

Feb 25, 2021 | 7:21 PM

বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ডিজিটাল প্রতিষ্ঠান ও ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বিষয়বস্তু সম্পর্কে নয়া নিয়মবিধি জারি করেন।

আনা হয়েছে ট্রেসেবিলিটি (Traceablity)-র আইন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোনও বিতর্কিত পোস্টের প্রেক্ষিতে ব্যবহারকারীকে চিহ্নিতকরণ করা হবে এই আইনের অধীনে। হোয়াটসঅ্যাপ, সিগন্যালের মতো বিভিন্ন মেসেজিং মাধ্যমে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষায় “এন্ড টু এন্ড এনক্রিপশন” (End to End Encryption)-র কথা বলা হত, সেই নীতি বজায় থাকবে না। সোশ্যাল মিডিয়া (Social Media) ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম(Digital Platform)-গুলিকে নিয়মবিধিতে বাঁধল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ডিজিটাল প্রতিষ্ঠান ও ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বিষয়বস্তু সম্পর্কে নয়া নিয়মবিধি জারি করেন। এই আইনে সংবাদ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আচরণবিধি ও ত্রি-স্তরীয় সুরক্ষা ব্যবস্থার অধীনে আনার চেষ্টা করা হয়েছে। তথ্য প্রযুক্তি (মধ্যস্থতাকারী ও ডিজিটাল মিডিয়া নৈতিক বিধি) নিয়ম, ২০২১ -অনুযায়ী, এবার থেকে ডিজিটাল সংবাদ প্রতিষ্ঠান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি সরকার দ্বারা পরিচালিত হবে। একইসঙ্গে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়মবিধি অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশও দিতে পারবে কেন্দ্র।

 

Published on: Feb 25, 2021 05:52 PM