নন্দীগ্রামে সভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে Go-Back পোস্টার
নিজস্ব চিত্র

নন্দীগ্রামে সভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে Go-Back পোস্টার

sreejayee das |

Jan 18, 2021 | 1:18 PM

নন্দীগ্রামে পড়ল ‘মমতা ব্যানার্জী গো-ব্যাক’ লেখা পোস্টার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, কিছু সময়ের অপক্ষো। তার আগে নন্দীগ্রামে পড়ল ‘মমতা ব্যানার্জী গো-ব্যাক’ লেখা পোস্টার। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকে চাপানউতর শুরু হয়েছে এলাকায়। এ নিয়ে তৃণমূলের বক্তব্য, এগুলো যারা করছে, তারা জানে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। পাল্টা বিজেপির দাবি, এগুলি মানুষেরই ‘ক্ষোভের বহিঃপ্রকাশ’।

 

 

Published on: Jan 18, 2021 01:18 PM