নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা। লড়তে পারেন ভবানীপুর থেকেও
একুশে নন্দীগ্রামে প্রার্থী মমতা

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা। লড়তে পারেন ভবানীপুর থেকেও

sreejayee das |

Jan 18, 2021 | 5:20 PM

২০২১-এর ভোটের আগে নন্দীগ্রামই হয়ে উঠতে চলেছে বাংলার রাজনীতির মোড় ঘোরানোর পট।

বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের আগে যে নন্দীগ্রামকে সামনে রেখে বাংলায় পালাবদলের হাওয়া বইয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, আরও একবার ২০২১-এর ভোটের আগে সেই নন্দীগ্রামই হয়ে উঠতে চলেছে বাংলার রাজনীতির মোড় ঘোরানোর পট।

Published on: Jan 18, 2021 05:19 PM