‘কেরলে বিরোধিতা, বাংলায় জোট’, কংগ্রেসের ‘দ্বিচারিতায়’ সরব সম্বিত
সংযুক্ত মোর্চায় কংগ্রেস-কমিউনিস্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরোধিতায় সরব বিজেপি নেতা সম্বিত পাত্র। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর নাম করে তাঁর আক্রমণ, “বাংলায় যে কমিউনিস্টদের সঙ্গে আসন ভাগাভাগি করে নেবেন কেরলে গিয়ে তাদেরই বিরোধিতা করবেন। কী মনে করেছেন, মানুষ কিছু বোঝে না?” একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসর এই রাজনৈতিক পদক্ষেপকে ‘দ্বিচারিতা’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
সংযুক্ত মোর্চায় কংগ্রেস-কমিউনিস্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরোধিতায় সরব বিজেপি নেতা সম্বিত পাত্র। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর নাম করে তাঁর আক্রমণ, “বাংলায় যে কমিউনিস্টদের সঙ্গে আসন ভাগাভাগি করে নেবেন কেরলে গিয়ে তাদেরই বিরোধিতা করবেন। কী মনে করেছেন, মানুষ কিছু বোঝে না?” একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসর এই রাজনৈতিক পদক্ষেপকে ‘দ্বিচারিতা’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
Published on: Mar 02, 2021 03:43 PM