শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজিৎ! ‘ঘরওয়াপসি’ নিয়ে জল্পনা
বিজেপি-তে যোগদানের পর বিশ্বজিৎ শুধু বিধায়ক হয়েই থেকে গিয়েছেন। বিজেপি তাঁকে সেভাবে ‘কাজে লাগায়নি’। বরং বনগাঁয় বিজেপির ‘একমেবদ্বিতীয়ম’ হয়ে উঠেছেন শান্তনু ঠাকুর।
দলকে ব্ল্যাকমেইল করছেন বনগাঁর (Bongaon) বিজেপি সাংসদ, এবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি-তে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই ‘অন্য সুর’ শুনতে পাচ্ছে রাজনৈতিক মহল। দলীয় সাংসদের প্রতি তাঁর এই ‘ক্ষোভ’ তাঁকে ‘নতুন কিছু’ ভাবতে ইন্ধন যোগাতে পারে বলেই দাবি সংশ্লিষ্টমহলের।
গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা বিশ্বজিৎ দাসকে নিয়ে। এক সময় তিনি তৃণমূলে ছিলেন। তৃণমূলের টিকিটেই বিধায়ক হন তিনি। কিন্তু ‘১৯-এ লোকসভা ভোটের পর হঠাৎ পদ্মশিবিরে ভিড়ে যান। রাজনীতির কারবারিদের কথায়, বিজেপি-তে যোগদানের পর বিশ্বজিৎ শুধু বিধায়ক হয়েই থেকে গিয়েছেন। বিজেপি তাঁকে সেভাবে ‘কাজে লাগায়নি’। বরং বনগাঁয় বিজেপির ‘একমেবদ্বিতীয়ম’ হয়ে উঠেছেন শান্তনু ঠাকুর।