‘কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে আর মাঠে থাকব আমরা’, বিতর্ক উস্কে দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা
ভোটের বাদ্যি বাজার অপেক্ষা।যুযুধান প্রতিপক্ষ এখন ব্যস্ত সংগঠনকে ঝালিয়ে নিতে আর দলীয় কর্মীদের আরও বেশি করে উজ্জীবিত করতে।
“কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে আর বুথে, মাঠে থাকব আমরা। খেলা হবে!” জনসভায় দাঁড়িয়েই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা মোদাসসের হোসেনের।
বাংলায় এবার ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের বাদ্যি বাজার অপেক্ষা।যুযুধান প্রতিপক্ষ এখন ব্যস্ত সংগঠনকে ঝালিয়ে নিতে আর দলীয় কর্মীদের আরও বেশি করে উজ্জীবিত করতে। কিন্তু তা করতে গিয়েই বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসসের হোসেন।