AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহর সভায় শুভেন্দু! গণযোগদানের তালিকায় নাম সাংসদ, বিধায়ক সহ কমপক্ষে ৪০ নেতানেত্রীর

যোগদানের সুদীর্ঘ তালিকায় রয়েছে রাজ্যের ৯ জন ‘সিটিং এমএলএ’-র নামও। এঁদের মধ্যে ৬ জন তৃণমূলের। বাকি ৩ জনের মধ্যে ২ জন সিপিএম-এর এবং ১ জন সিপিআই-এর।

শাহর সভায় শুভেন্দু! গণযোগদানের তালিকায় নাম সাংসদ, বিধায়ক সহ কমপক্ষে ৪০ নেতানেত্রীর
অলঙ্করণ - অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Dec 19, 2020 | 6:36 PM
Share

কলেজ মাঠ: সমস্ত জল্পনার অবসান। ১৯ ডিসেম্বর, শনিবার, মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় বিজেপিতে যোগদান করতে চেলেছেন শুভেন্দু অধিকারী। শুধুই শুভেন্দুই নন, এদিন শাহর হাত ধরে পদ্মশিবিরে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকেও। বিজেপিতে যোগদানের সুদীর্ঘ তালিকায় রয়েছে রাজ্যের ৯ জন ‘সিটিং এমএলএ’-র নামও। এঁদের মধ্যে ৬ জন তৃণমূলের। বাকি ৩ জনের মধ্যে দীপালি বিশ্বাস খাতায় কলমে এখনও সিপিএম বিধায়ক, তিনি ২০১৬ পর তৃণমূলে আসেন। এখন বিজেপিতে যোগদান করলেন। আর একজন কংগ্রেসের সুদীপ মুখোপাধ্যায় এবং অন্যজন সিপিআই-এর বিধায়ক।

শাহর সভা লাইভ: মঞ্চে ওঠার আগেই এক পোস্টারে শাহ-শুভেন্দু

বিজেপিতে যোগদানের তালিকা (সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়ক, প্রাক্তন বিধায়ক)

সাংসদ সুনীল মণ্ডল, (পূর্ব বর্ধমান) প্রাক্তন সাংসদ দশরথ তিরকে বিধায়ক বনশ্রী মাইতি (কাঁথি উত্তর) বিধায়ক তাপসী মণ্ডল (হলদিয়া) বিধায়ক অশোক দিন্দা  (তমলুক) বিধায়ক সুদীপ মুখার্জি (পুরুলিয়া) বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু (কালনা) বিধায়ক সৈকত পাঁজা (পূর্ব বর্ধমান) বিধায়ক শীলভদ্র দত্ত  ( ব্যারাকপুর) বিধায়ক দিপালী বিশ্বাস (গাঁজোল) বিধায়ক সুকরা মুন্ডা (নাগরাকাটা) প্রাক্তন মন্ত্রী শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়

যোগদানের তালিকায় আরও যাদের নাম রয়েছ

কর্নেল দীপ্তাংশু চৌধুরী আলিপুরদুয়ার – আশিস দত্ত, বাপ্পা মজুমদার , উত্তর দিনাজপুর – কার্তিক পাল , প্রফুল্ল বর্মণ দক্ষিণ দিনাজপুর – সত্যেন রায় (প্রাক্তন বিধায়ক) , দেবাশিস মজুমদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  ড: গোপাল মিশ্র কংগ্রেস নেতা সন্ময় ব্যানার্জি

সংখ্যালঘু সেল থেকে যোগদান

অধ্যাপক ওাহিদুল হক  (রাজ্যস্তরের নেতা) (বিজেপির দেওয়া তালিকায় নাম থাকলেও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখনও বিজেপিতে যোগ দেননি।) প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান (হুগলি) সংখ্যালঘু নেতা আলমগির মোল্লা (হুগলি) কবিরুল ইসলাম ,সাধারণ সম্পাদক, সংখ্যালঘু সেল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কারম হোসেন খান (বীরভূম)

পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপিতে যোগদান

প্রণব বসু, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অমূল্য মাইতি , জেলা পরিষদ সদস্য রমাপ্রসাদ গিরি, জেলা পরিষদ সদস্য তপন দত্ত, জেলা পরিষদ অধ্যক্ষ ( কাবেরি চ্যাটার্জি , জেলা পরিষদ অধ্যক্ষ দুলাল মণ্ডল, সভাপতি, জেলা পরিষদ স্নেহাশীষ ভৌমিক, জেনারেল সেক্রেটারি আকাশদীপ সিনহা,পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তন্ময় রায়, ঝাড়গ্রাম

দক্ষিণ ২৪ পরগনা

রঞ্জন বৈদ্য, জেলা পরিষদ সদস্য (সোনারপুর) দেব মহাপাত্র, জেলা পরিষদ সদস্য (কাকদ্বীপ)

সুকুমার দাস , জেনারেল সেক্রেটারি (পূর্ব মেদেনীপুর)