একুশের নির্বাচন বাংলার সবথেকে কুৎসিত নির্বাচন! কেন?

ishita marick |

Feb 26, 2021 | 4:34 PM

এ রাজ্যে ছয় থেকে আট দফায় নির্বাচন হতে পারে। তেমনটা হলে রাজ্য নির্বাচনের ( Vote ) ইতিহাসে তা নজির তৈরি করবে।

Follow Us

নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যে ছয় থেকে আট দফায় নির্বাচন (West Bengal Election 2021) হতে পারে। তেমনটা হলে রাজ্য নির্বাচনের ইতিহাসে তা নজির তৈরি করবে। কারণ, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট দেখেছিল বাংলা। কমিশন সূত্রে খবর, এ রাজ্যের নির্বাচনের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের নানা অভিযোগ রয়েছে। সেসব দিক খেয়াল রেখে বাড়তে পারে ভোটের দফাও। তবে কমিশন সূত্রে যা খবর, অসমে দু’ থেকে তিন দফা, তামিলনাড়ুতে এক দফা, কেরলে এক বা দু’ দফায় হতে পারে ভোট। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতে হতে পারে দু’ দফায় ভোট।

 

 

নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যে ছয় থেকে আট দফায় নির্বাচন (West Bengal Election 2021) হতে পারে। তেমনটা হলে রাজ্য নির্বাচনের ইতিহাসে তা নজির তৈরি করবে। কারণ, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট দেখেছিল বাংলা। কমিশন সূত্রে খবর, এ রাজ্যের নির্বাচনের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের নানা অভিযোগ রয়েছে। সেসব দিক খেয়াল রেখে বাড়তে পারে ভোটের দফাও। তবে কমিশন সূত্রে যা খবর, অসমে দু’ থেকে তিন দফা, তামিলনাড়ুতে এক দফা, কেরলে এক বা দু’ দফায় হতে পারে ভোট। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতে হতে পারে দু’ দফায় ভোট।

 

 

Next Video