দলে যোগ দেওয়ার অফার এলে কী করবেন? TV9 Bangla-য় একান্ত সাক্ষাৎকারে কী বলেছিলেন যশ?
শুধু যশ নয়, আজ আরও ৪ জন যোগ দিতে পারেন বিজেপি শিবিরে। তবে যশ কিংবা বিজেপি শিবির, কোনও পক্ষই এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরেই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন যশ। এমনটাই খবর বিভিন্ন সূত্র মারফত। তবে শুধু যশ নয়, আজ আরও ৪ জন যোগ দিতে পারেন বিজেপি শিবিরে। তবে যশ কিংবা বিজেপি শিবির, কোনও পক্ষই এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ছবি ডিকশনারির প্রিমিয়ারে দেখা গিয়েছিল যশকে। সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নুসরত। তার কয়েক দিনের মধ্যেই এই জল্পনা সৃষ্টি হওয়ায় অবাক টলিপাড়ার একাংশ।
Published on: Feb 17, 2021 01:06 PM