Parma Ekadashi 2023: শ্রাবণ-মলমাসের ‘বিরল’ ও শেষ একাদশীতে করুন ছোট্ট এই কাজ, একসঙ্গে তুষ্ট হবেন শনি-বিষ্ণু-লক্ষ্মী!
Sawan 2023: জ্যোতিষশাস্ত্র মতে, পরমা একাদশীতে যেমন হর্ষ যোগে রয়েছে, তেমনি দ্বাদশী তিথিও একাদশীর সঙ্গে মিলেও যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে বেশ কিছু টোটকা বা প্রতিকার মেনে চললে যে কোনও ব্যক্তির জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
হিন্দু পঞ্জিকা অনুসারে, আজ অর্থাত ১২ অগস্ট হল মলমাসের পরমা একাদশী। ক্যালেন্ডার অনুসারে বর্তমানে চলছে শ্রাবণ মাস। পাশাপাশি চলছে মলমাসও। তার উপর এই একাদশীর উপবাস পালন করা হচ্ছে শনিবার। তাই বিষ্ণুদেবের পাশাপাশি শনিদেবেরও আশীর্বাদও পাওয়া সম্ভব। এর সঙ্গে সঙ্গে এই একাদশীতে একটি অত্যন্ত শুভ কাকতালীয় ঘটনাও ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, পরমা একাদশীতে যেমন হর্ষ যোগে রয়েছে, তেমনি দ্বাদশী তিথিও একাদশীর সঙ্গে মিলেও যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে বেশ কিছু টোটকা বা প্রতিকার মেনে চললে যে কোনও ব্যক্তির জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, বিষ্ণু ও শনিদেবের সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মীও ভক্তদের উপর প্রসন্ন হন। তাই পরমা একাদশীর দিন কোন কোন প্রতিকার মেনে চললে , কী কী উপকার পেতে পারেন. তা দেখে নিন একনজরে…
এদিন কোন মন্ত্র পড়বেন?
পরমা একাদশীর দিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। কথিত আছে যে এই মন্ত্র জপ করলেই ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ হয়।
তুলসীর পুজো করুন
পরমা একাদশী হল মলমাসের শেষ একাদশী। তাই একাদশীর পুজোয় তুলসী ব্যবহার করতে হবে। তুলসী হল ভগবান বিষ্ণুর প্রিয়। তাই পরমা একাদশীর দিন মা তুলসীর পুজো করুন। এতে করে আপনি আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
বিষ্ণুদেবকে কী নিবেদন করবেন
অর্থ সমস্যা যদি দিন দিন বেড়েই চলে, তাহলে পরমা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল অর্পণ করতে পারেন। হিন্দুশাস্ত্র অনুসারে বিষ্ণুদেবের খুব পছন্দের রঙ হল হলুদ। এছাড়াও হলুদ চন্দন ও হলুদ মিষ্টি নিবেদন করতে পারেন। এতে করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন। তাতে চুম্বকের মতো আকর্ষণ করবে টাকা-পয়সা।
অশ্বত্থ গাছে এই জিনিস নিবেদন করলে তুষ্ট হবে শনিদেব
পরমা একাদশী শনিবার পালিত হচ্ছে, তাই শনিদেবের সঙ্গেও সম্পর্কিত। তাই শনির সাড়ের সাতি দশা, ধাইয়া বা মহাদশা কাটাতে এই দিনটি হল সেরা। শনির দশায় আক্রান্ত হলে যে কোনও ব্যক্তির জীবনে ঘটে নানা সমস্যার ঝড়। তাই এই শনির দশা কাটাতে অশ্বত্থ গাছের নিচে একটি গোলমুখো প্রদীপে সরষের তেল দিয়ে জ্বালিয়ে রাখতে পারেন। এর সঙ্গে দশরথ রচিত শনি স্তোত্র পাঠও করতে পারেন। বিশ্বাস করা হয় যে এমনটা করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া আরও সহজ হয়ে যায়।
পিঁপড়েকে দিন এই খাবার
এই বিরল একাদশী শনিবার পালিত হওয়ায় অত্যন্ত শুভ হতে চলেছে। তাই এদিনে পিঁপড়েকে ময়দা খাওয়াতে পারেন। সেই সঙ্গে মাছকেও খাবার দিন। এমনটা করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।