Vastu Dosh: আয় বাড়লেও সংসার চলছে অর্থাভাবে! ঘরের মধ্যে ডাস্টবিন সঠিক জায়গায় রেখেছেন কি?

Vastu Tips for Home: বাস্তুশাস্ত্রে, সবকিছুর জন্য দিকনির্দেশ নির্দিষ্ট করা আছে। ঘরের সঠিক জায়গায় ডাস্টবিনও রাখতে হবে। ডাস্টবিন ভুল পথে রাখলে বাস্তু দোষ দেখা যায়।

Vastu Dosh: আয় বাড়লেও সংসার চলছে অর্থাভাবে! ঘরের মধ্যে ডাস্টবিন সঠিক জায়গায় রেখেছেন কি?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 3:15 PM

সকলের জীবনে কখনও সফল কখনও ব্যর্থতা আসে। তবে সকলেই চায় জীবন হোক সুখ-শান্তি ও সাফল্যের প্রতিফলন। অনেকের জন্য কঠোর পরিশ্রম করে, আবার অনেকে আছেন যারা ভাগ্যের উপর নির্ভর করে। তবে কঠোর পরিশ্রম করেই সফল আসে জীবনে। একই সময়ে, যারা ভাগ্যের উপর নির্ভর করেন তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সাফল্য ধরে রাখতে হলে নিরন্তর পরিশ্রম করতে হবে। পাশাপাশি আচরণে নম্রতাও থাকতে হবে।

শুধু ভাগ্য ও পরিশ্রমেই নয়, বিশ্বাস রাখতে হবে বাস্তুশাস্ত্রের উপরও। বাড়িতে ও অফিসে বাস্তু দোষের যত্ন নেওয়া উচিত। অবহেলা মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যার সৃষ্টি করে। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ রয়েছে। এর জন্য বাস্তু নিয়ম মেনে চলা প্রয়োজন। বাস্তুশাস্ত্রে, সবকিছুর জন্য দিকনির্দেশ নির্দিষ্ট করা আছে। ঘরের সঠিক জায়গায় ডাস্টবিনও রাখতে হবে। ডাস্টবিন ভুল পথে রাখলে বাস্তু দোষ দেখা যায়। এতে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। আপনিও যদি আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই ডাস্টবিন রাখার সঠিক জায়গাটি জেনে নিতে হবে। বাড়িতে বাস্তুর নিয়ম মেনে চললে শুধু সৌভাগ্যই বৃদ্ধি পায় তাই নয়, সেই সঙ্গে ব্যক্তিকে তার জীবনে উন্নতি ও সাফল্যের পথের দিশাও দেখায়।

কোথায় কোথায় ডাস্টবিন রাখবেন না

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ডাস্টবিন ভুল পথে রাখলে ঘরে অর্থের অভাব চূড়ান্ত দেখা যায়। এতে আর্থিক সমস্যারও তৈরি হয়। বিশেষ করে, উত্তর-পূর্ব দিকে ভুল করেও ডাস্টবিন রাখবেন না।

বাস্তুশাস্ত্রে, উত্তর-পূর্ব দিককে দেবতাদের বাসস্থান বলে মনে করা হয়। ওই দিকে ডাস্টবিন রাখলে ধনলক্ষ্মী রুষ্ট হোন। এতে শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়।

কোন দিকে রাখবেন

বাস্তু বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম ডাস্টবিনের জন্য উপযুক্ত। এই দিকগুলিতে ডাস্টবিন রাখতে হবে। সেই সঙ্গে ঘরের বাইরে কখনওই ডাস্টবিন রাখা উচিত নয়। জীবনের পথে অগ্রগতি বন্ধ করতে পারে। ডাস্টবিন সঠিক দিকে রাখলে ভাগ্যও সহায় থাকে, বরাবর।