Ashadha Amavasya 2024: পঞ্চাঙ্গ মতে, কবে পড়েছে আষাঢ় অমাবস্যা? দিনের সবচেয়ে শুভ সময় কখন?

Auspicious Time and Date: এই  আষাঢ় অমাবস্যার দিনে পিতৃপুরুষদের তর্পণ করারও বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অমাবস্যার দিনে, পূর্বপুরুষরা পরিবারের সদস্যদের সঙ্গে মর্ত্যে নেমে আসেন। তাদের পছন্দের জিনিস দান করে বিশেষ আচার পালন করা হয়, তাহলে তারা অত্যন্ত খুশি হন। পরিবারের সদস্যদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন বলে মনে করা হয়। 

Ashadha Amavasya 2024: পঞ্চাঙ্গ মতে, কবে পড়েছে আষাঢ় অমাবস্যা? দিনের সবচেয়ে শুভ সময় কখন?
Follow Us:
| Updated on: Jul 02, 2024 | 2:19 PM

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চতুর্থ মাস অর্থাত আষাঢ় শুরু হয়েছে গত ২৩ জুন থেকে। কথিত আছে, বৃষ্টিস্নাত এই মাসে ভগবান বিষ্ণুর পূজা করার প্রথা রয়েছে। আষাঢ় মাসে অনেক গুরুত্বপূর্ণ উপবাস ও উৎসব পালিত হয়। তার মধ্যে আষাঢ় অমাবস্যার রয়েছে বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়। এছাড়া এই  আষাঢ় অমাবস্যার দিনে পিতৃপুরুষদের তর্পণ করারও বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অমাবস্যার দিনে, পূর্বপুরুষরা পরিবারের সদস্যদের সঙ্গে মর্ত্যে নেমে আসেন। তাদের পছন্দের জিনিস দান করে বিশেষ আচার পালন করা হয়, তাহলে তারা অত্যন্ত খুশি হন। পরিবারের সদস্যদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন বলে মনে করা হয়।

এবছর আষাঢ় অমাবস্যা কবে?

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পালিত হবে আগামী ৫ জুলাই। এদিন ভোর ৪টে ৫৭ মিনিটে শুরু হবে ও ৬ জুলাই ভোর ৪টে ২৬ মিনিটে শেষ হবে। পঞ্চাঙ্গ মতে, আষাঢ় অমাবস্যা শুক্রবার,৫ জুলাইয়ে পুজো করা হবে।

আষাঢ় অমাবস্যার শুভ সময়

প্রতি অমাবস্যার মতোই আষাঢ় অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। এদিনে সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করলে তা খুবই শুভ। সামর্থ্য অনুযায়ী দুঃস্থদেরও দান করা উচিত। পঞ্চাঙ্গ অনুসারে, আষাঢ় অমাবস্যার দিনে শিববাস যোগ গঠিত হতে চলেছে। অর্থাৎ এ দিনে দেবী পার্বতীর সঙ্গে কৈলাসে উপবিষ্ট হন মহাদেব। এই পরিস্থিতিতে আষাঢ় অমাবস্যার দিনেও যদি শিবের আরাধনা করার রীতি রয়েছে। এমনটা করা হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

পিতৃপুরুষের নৈবেদ্য

আষাঢ় অমাবস্যার দিন পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। কথিত আছে যে, অমাবস্যার দিন পিতৃপুরুষরা মর্ত্যে নেমে আসেন। বিশেষ আচার নিবেদন করা হলে ভীষণ খুশি হন, অপার আশীর্বাদ বর্ষণ করেন পরিবারের উপর। যে গৃহে পিতৃপুরুষের আশীর্বাদ বজায় থাকে, সেই গৃহে সর্বদা সুখী, সমৃদ্ধ ও সমৃদ্ধশালী থাকে। তবে মাথায় রাখবেন, পূর্বপুরুষদের তর্পণের সবচেয়ে শুভ ও সঠিক সময় হল সূর্যোদয়ের পর।

আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল