Bank Account Hacking: আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো

সাইবার এক্সপার্টরা বলেন একাধিক ই-মেল আইডি ব্যবহার করতে। মানে ব্যাঙ্কে যে মেল আইডি আপনি দেবেন। শপিং মলে তা দেবেন না। ডেস্কটপ-ল্যাপটপে সবসময়ে আপডেটেড অ্যান্টি-ভাইরাস রাখুন। অচেনা অজানা সাইটে ই-মেল আইডি দেবেন না।

Bank Account Hacking: আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 11:55 PM

এইবার আরেক ভয়ঙ্কর বিপদের কথা বলব। যা থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কারোর জানা নেই। যতটুকু উপায় আছে সেটা বিপদমুক্তির জন্য যথেষ্ট নয়। বিপদ হল ই-মেল অ্যাটাক। দেখুন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করার সময়ে আমরা সচরাচর সতর্ক থাকি। ওটিপি শেয়ার করবেন না। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। মেল বক্সে আন-নোন কোনও মেল আই-ডি থেকে মেল এলে সবদিক ভেবে নিয়ে তবেই ক্লিক করুন। এই সমস্ত সতর্কতার কথাও আমরা জানি। সবাই সাধ্যমতো মেনে চলার চেষ্টাও করি। কিন্তু ই-মেলের ক্ষেত্রে আমরা সতর্ক থাকি না। নিজেদের ই-মেল আইডি আমরা যেখানে সেখানে যাকে তাকে দিয়ে দিই। এই ই-মেল আইডি চলে যায় বিভিন্ন মার্কেটিং সংস্থার কাছে। বিভিন্ন ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছ থেকে এরা টাকা দিয়ে সাধারণ মানুষের মেল আইডি কেনে। সবটাই বেআইনি। তাই এসবই হয় গোপনে। এই পর্যন্ত শুনে আপনারা হয়ত ভাবছেন টার্গেটেড মার্কেটিংয়ের শিকার যদি হই। তাহলে কীইবা আর এসে গেলো। এটা কিনুন ওটা কিনুন বলে কয়েকটা মেল আসবে। ইগনোর করলেই হল। না আসলে ব্যাপারটা মোটেই এতটা সহজ সরল নয়। আপনার ই-মেল আইডি চলে যাবে হ্যাকারদের কাছে। তারা পাসওয়ার্ড বের করার চেষ্টা করবে। আর একবার আপনার ই-মেলের পাসওয়ার্ড তারা পেয়ে গেলে কী হবে ভাবুন তো।

Follow Us: