AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়? খোঁজ ভক্তদের

Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়? খোঁজ ভক্তদের

TV9 Bangla Digital

| Edited By: জয়িতা চন্দ্র

Updated on: Oct 21, 2024 | 11:10 AM

Share

লরেন্স বিশ্নোইদের নিশানায় সলমন খান। যে কোনও ভাবেই হোক, ভাইজানকে হত্যা করাই তাঁদের মূল লক্ষ্য। হরিণ হত্যার প্রতিশোধ নিতেই এই লক্ষ্যে অনড় বিশ্নোইরা। ওদিকে সলমনের বিপদে চুপ শাহরুখ। এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি তাঁকে।

সলমনের বিপদে চুপ শাহরুখ!
লরেন্স বিশ্নোইদের নিশানায় সলমন খান। যে কোনও ভাবেই হোক, ভাইজানকে হত্যা করাই তাঁদের মূল লক্ষ্য। হরিণ হত্যার প্রতিশোধ নিতেই এই লক্ষ্যে অনড় বিশ্নোইরা। ওদিকে সলমনের বিপদে চুপ শাহরুখ। এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি তাঁকে।

শ্রেয়ার প্রতিবাদ

শনিবার কলকাতায় এসে সবাইকে সুরের মুর্চ্ছনায় ভাসালেন শ্রেয়া ঘোষাল। সেখানেই শেষ গানে মন জয় করলেন শ্রেয়া। যেভাবে তিনি আরজি করের প্রতিবাদে শেষ গানটা গেয়ে মঞ্চ থেকে নেমে যান, তা দেখে মুগ্ধ সকলে। ভিডিয়ো হল ভাইরাল।

সন্ধ্যাকে শ্রদ্ধা
১৯ অক্টোবর কলকাতার বুকে জমল শ্রেয়া ঘোষালের কনসার্ট। শুধু প্রতিবাদের গান নয়, ‘ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা’ গেয়ে সন্ধ্যাশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কেও ট্রিবিউট দিলেন শ্রেয়া ঘোষাল। সেই ভিডিয়োও মুহূর্তে ছড়িয়ে পড়ল নেটপাড়ায়।

করণের সাফাই
বিগত কয়েক মাস ধরেই চর্চায় ছিল করণ জোহরের অতিরিক্ত মাত্রায় ওজন কমার বিষয়। রটে গিয়েছিল পরিচালক তথা প্রযোজ নাকি ওজেমপিক বা ওই ধরনের কোনও ওষুধ ব্যবহার করে রোগা হচ্ছেন। এবার এই গোটা গুজব নিয়ে মুখ খুললেন করণ। জানালেন এটা সর্বৈব মিথ্যে।

সৃজিতের পোজ
মাঝে কটাদিন পুজোর ছবি নিয়ে বড় ব্যস্ত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। দেব-রুক্মিণী-স্বস্তিকাকে নিয়ে টেক্কা বানিয়ে আয় মন্দ হয়নি। আর এবার কিছুটা একান্তে সময় কাটানোর পালা। তাঁকে দেখা গেল নিজের প্রিয় সাপের সঙ্গে পোজ দিতে। সাপের মাথায় স্নেহচুম্বনও করছেন তিনি।

সোনাক্ষীর করওয়া চৌথ
বিয়ের পর এই প্রথম করওয়া চৌথ পালন করলেন সোনাক্ষী সিনহা। স্বামী জাহির ইকবালের সঙ্গে শেয়ার করলেন ভিডিয়োও। একই সঙ্গে সোনাক্ষী জানালেন এক গোপন কথাও। রীতি মেনে স্বামীর মঙ্গলকামনায় উপবাস করেছেন সোনাক্ষী। ওদিকে জাহিরও উপবাস করেছেন সোনাক্ষীর জন্য। যা দেখে একবাক্য সকলে বলছেন, “এত সুন্দর রসায়ন”।

লক্ষ্মী এল ঘরে
করওয়া চৌথের ঠিক আগেই এসেছে সুখবর। প্রাক্তন বিগ বস বিজেতা প্রিন্স নারুলা এবং তাঁর স্ত্রী যুবিকা চৌধুরীর ঘরে এসেছে তাঁদের প্রথম সন্তান।জানা যাচ্ছে শুভদিনে এই তারকা দম্পতির বাড়িতে লক্ষ্মী এসেছে। ২০ অক্টোবর, রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অন্তঃসত্ত্বা যুবিকার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে প্রিন্স নারুলা লেখেন, ‘মেয়ে হয়েছে।’

তারকা স্ত্রীদের নিয়ে তৈরি হবে সিনেমা
কখনও ‘পেজ থ্রি’ সিনেমার মাধ্যমে দেখিয়েছেন সাংবাদিকের জীবনের ওঠারনামা, আবার কখনও ‘ফ্যাশন’ সিনেমার মাধ্যমে দেখিয়েছেন একজন মডেলের স্ট্রাগলের কষ্ট। এবার মধুর ভান্ডারকরের পরিচালনায় উঠে আসবে বলিউড তারকা স্ত্রীদের জীবনের গল্প।

নাগার কঠিন সিদ্ধান্ত
এই প্রথম বার বাগদত্তা শোভিতা ধুলিপালার সঙ্গে ছবি শেয়ার করলেন নাগা চৈতন্য। ছবি শেয়ার করতেই তুমুল কটাক্ষ। বাধ্য হয়েই নিলেন বড় সিদ্ধান্ত। বন্ধ করলেন ইনস্টাগ্রামে কমেন্ট বক্স।

Published on: Oct 20, 2024 11:17 PM