অমিতাভের সংসারে নতুন ‘সদস্য’, নিজেকে কোন উপহার দিলেন বচ্চন?
কিছু দিন আগেই ৮২ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। আর ওই বিশেষ দিনে তিনি কিনে আনলেন বিএমডব্লিউ আই ৭ লাক্সারি সিডান। যার এই মুহূর্তে বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ টাকা। গাড়ির প্রতি বরাবরই ভালবাসা রয়েছে অমিতাভের। বাড়ির সদস্যর মতোই যত্ন নেন তাঁর বিপুল সম্ভারের। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।
বচ্চন পরিবারে বাড়ল ‘সদস্য’
কিছু দিন আগেই ৮২ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। আর ওই বিশেষ দিনে তিনি কিনে আনলেন বিএমডব্লিউ আই ৭ লাক্সারি সিডান। যার এই মুহূর্তে বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ টাকা। গাড়ির প্রতি বরাবরই ভালবাসা রয়েছে অমিতাভের। বাড়ির সদস্যর মতোই যত্ন নেন তাঁর বিপুল সম্ভারের। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।
নতুন গান
ভুল ভুলাইয়া ৩ ট্রেলারে আগেই মন জিতেছে সবার। আর এখন আসন্ন হরর কমেডি ‘ভুল ভুলাইয়া’র প্রথম গান মুক্তি পেল। ইতিমধ্যে শোনা গিয়েছিল যে এই ছবিতে একসঙ্গে গাইতে শোনা যাবে দিলজিৎ দোসাঁঝ আর বিশ্ববিখ্যাত গায়ক পিটবুলকে। হ্যাঁ অবশেষে জল্পনাই সত্যি হল।
আহত রাকুল
ওয়ার্ক আউট সেশনের সময় ৮০ কেজি ওজনের ডেডলিফট করতে গিয়ে পিঠ আঘাত পেয়েছেন রকুল প্রীত সিং। আপাতত তাঁকে এক সপ্তাহের বেশি সময় বেড রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তার। আপাতত তিনি ডাক্তারের পরামর্শে বিশ্রামেই রয়েছেন।
বিপাকে রজনীকান্ত
বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে চেন্নাইতে। ফলে শহরের অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। বাদ যায়নি চেন্নাইয়ের অন্যতম দ্রষ্টব্য স্থান, রজনীকান্তের বাড়িও। তাঁর বাংলোও জলের তলায়। একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বন্যার জল ঢুকে পড়ছে রজনীকান্তের বিলাসবহুল বাড়িতে।
কেন ভারতে প্রিয়াঙ্কা?
ভারতে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ দিন অর্থাৎ বুধবার দিল্লি বিমানবন্দরে দেখা গেল তাঁকে। না, নতুন কোনও বলিউড ছবির প্রজেক্ট নয়, শোনা যাচ্ছে এক কসমেটিক ব্র্যান্ড ডিলের জন্যই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা।
নিশানায় নিক
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কনসার্ট চলছিল জোনাস ভাইদের। তিল ধারণের জায়গা ছিল না স্টেডিয়ামে। আচমকাই দর্শকমহল থেকে নিক জোনাসের মাথা লক্ষ্য করে লাল রেজার তাক করা হয়। নিরাপত্তারক্ষীদের ইঙ্গিত দিয়ে কার্যত লাফিয়ে মঞ্চ থেকে নেমে দৌড়ে সেখান থেকে পালান নিক। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা।
বিষ্ণোই কেন খুন করতে চান সলমনকে?
বিষ্ণোই ও সলমনের ‘সম্পর্ক’ বহুদিনের। ক্রোধ একদিনের নয়। লরেন্স জাঠ। এই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার পবিত্র। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময়, রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ শিকার এবং হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতা সলমন খানের বিরুদ্ধে। প্রাথমিকভাবে এই মামলায় সলমনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও, পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু লরেন্সের রাগ কমেনি।
কী বললেন সৌরভ?
পুজোর মরসুমে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। নতুন প্রেমিকের সঙ্গে ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। নিয়ে কী বক্তব্য প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর? তাঁর কথায়, “আমি আসলে এ নিয়ে কোনও রকম মন্তব্যই করতে চাই না।” প্রাক্তনের জীবনে নতুন আগমন নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ তিনি।
মন খারাপ সুদীপার
মাকে হারিয়েছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তবুও দুর্গার আরাধনায় রাখেননি কোনও খামতি। দশমীর পর মন খারাপ তাঁর। বললেন, এবছর পুজোয় মাকে খুব মিস করছিলাম। মাথার ওপর ছাতা গুলো সরে গেলে যেরকমটা হয়। কিন্তু আমাদেরকে আগলে রেখেছেন জগজ্জননী মা। তাঁর জন্য ভোগ রান্না দিয়েই রমরম করে শুরু হয়ে গেল আমাদের পুজো। এল সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী আর তারপর এলো মন খারাপের সময়। মাকে অনেক আদর যত্ন করে বললাম আবার এসো মা।

৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ

বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?

সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!

১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
