AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astro Trips: দুর্ঘটনা, দ্রুত খারাপ হয়ে যাওয়া এড়াবেন কীভাবে? গাড়ি কেনার আগে সৌভাগ্য ফেরানোর টিপসগুলি জেনে নিন

Lucky Car: গাড়ি কেনার আগে কোনও ব্যক্তি কীভাবে এই বিষয়গুলির বিশ্লেষণ করবেন? তাই গাড়ি কেনার আগে বিখ্যাত জ্যোতিষীদের এই টিপসগুলি মেনে চলুন।

Astro Trips: দুর্ঘটনা, দ্রুত খারাপ হয়ে যাওয়া এড়াবেন কীভাবে? গাড়ি কেনার আগে সৌভাগ্য ফেরানোর টিপসগুলি জেনে নিন
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 3:52 PM
Share

বিয়ে করার আগে আমরা জ্যোতিষীর (Astrologer) পরামর্শ নিই। এমনকী স্থাবর সম্পত্তি কেনার আগেও জ্যোতিষের পরামর্শ নেন বহু লোকে। একইভাবে গাড়ি কেনার ক্ষেত্রেও জ্যোতিষের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ব্যাপার। গাড়ি কেনার (Buying A Car) মুহূর্তটি যেমন গুরুর্ত্বপূর্ণ তেমনই আরও কিছু বিষয় খতিয়ে দেখতে হয়। বিশেষ করে প্রত্যেক গাড়ির মালিকেরই সবচাইতে বড় চিন্তা থাকে দুর্ঘটনা এবং গাড়ি খারাপ হওয়া নিয়ে। জ্যোতিষমতে (Astrology), দুর্ঘটনা ঘটে রাহু এবং কেতুর অনিশ্চিত প্রকৃতির কারণে। দুর্ঘটনার যোগ তৈরি হয় যখন দুই গ্রহ কোনও ব্যক্তির জন্মছকে একসঙ্গে একই পথে অবস্থান করেন। কিন্তু গাড়ি কেনার আগে কোনও ব্যক্তি কীভাবে এই বিষয়গুলির বিশ্লেষণ করবেন? তাই গাড়ি কেনার আগে বিখ্যাত জ্যোতিষীদের এই টিপসগুলি মেনে চলুন।

রং

প্রত্যেক ব্যক্তিরই প্রিয় রং আলাদা। একথা মানতে দ্বিধা নেই যে ভিন্ন রং ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। তবে গাড়ি কেনার আগে রঙের চাইতে গুরুত্ব দিতে হবে জ্যোতিষের মতামতের উপরে। তাই জন্ম ছক দেখে, বুঝে, জন্মের সময় কুষ্ঠিতে চন্দ্রের অবস্থান বুঝে রং নির্বাচন করা দরকার। এখানেই শেষ নয়, একজন ব্যক্তির রাশির অধিপতি কোন গ্রহদেবতা তা জেনেও গাড়ির রং নির্বাচন করা দরকার।

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর

গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের জন্য আবেদন করার সময়েও একাধিক বিষয় মাথায় রাখা উচিত। গাড়ির মালিকের সৌভাগ্য সংখ্যা এবং জন্মতারিখ একে অপরের সঙ্গে সংযুক্ত। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও ব্যক্তির জন্ম যদি কোনও মাসের ১৭ তারিখে হয়, তাহলে ওই ব্যক্তির সৌভাগ্য সংখ্যা হবে ৭+১= ৮। এক্ষেত্রে একইভাবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরগুলির যোগ ফল ৮ হলে তা ওই ব্যক্তির জন্য শুভ হবে। যাইহোক, ৯ নম্বরকেও সৌভাগ্য নম্বর হিসেবে বিবেচনা করা হয়।

গাড়ি কেনার দিন

কোন দিন শো রুমে গাড়ি কিনতে যাচ্ছেন ও ডেলিভারি পাওয়ার পরে বাড়িতে কোনদিনে বাহন নিয়ে আসতে চলেছেন তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু’টি দিনেই দিন চন্দ্রের অবস্থান দেখে ও বিচার করে গৃহে বাহনের প্রবেশ করাতে হবে। পূর্ণিমার পাঁচদিন আগে ও পূর্ণিমার পাঁচদিন পরে গাড়ি দেখতে যাওয়া ও গাড়ি গৃহে প্রবেশ করানোর জন্য অত্যন্ত শুভ। অবশ্য পূর্ণিমার ৬ থেকে ১০ দিন আগে এবং পূর্ণিমার ৬ থেকে ১০ দিন পরের দিনগুলিও শুভ বলে মনে করা হয়। তবে পূর্ণিমার ১১-১৫ দিন আগে ও পরে কিছুতেই বাড়িতে গাড়ি প্রবেশ করানোর ব্যাপারে ভাববেন না।

ঈশ্বরের মূর্তি

গাড়ির ড্যাশবোর্ডে যত্রতত্র ঈশ্বরের মূর্তি বসানো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রভু গণেশের মূর্তিই ড্যাশবোর্ডে শোভা পায়। আর সত্যি সত্যিই গজাননের মূর্তি যে কোনও বাহনের জন্যই অত্যন্ত উপযুক্ত কারণ কেতুর সঙ্গে দুর্ঘটনার যোগ থাকে। তাই বিঘ্নশ্বরের মূর্তি থাকলে তিনি সর্বদা ভক্তকে বিপদের হাত থেকে রক্ষা করেন। তবে প্রতিদিন প্রভুর চরণে ফুল দিতে হবে।

অতএব বাহন কেনার আগে অবশ্যই জ্যোতিষের বলে দেওয়া টিপস অনুসরণ করুন ও বিপন্মুক্ত থাকুন।