Numerology: এটিএম-এর পিন বলে দেবে আপনার অর্থভাগ্য কেমন? কী ভাবে জানেন?

Numerology: আপনি আর্থিক ভবিষ্যত উজ্জ্বল না খারাপ তা কিন্তু বুঝতে পারবেন আপনার পিন কোডের যোগ ফল থেকেই। ধরা যাক কারও পিন কোড ৯৪১৬।

Numerology: এটিএম-এর পিন বলে দেবে আপনার অর্থভাগ্য কেমন? কী ভাবে জানেন?
Image Credit source: Images By Tang Ming Tung
Follow Us:
| Updated on: Dec 26, 2024 | 7:12 PM

আপনার এটিএম-এর পিন কোড কত? না না, এই প্রশ্নের উত্তর ঘুণাক্ষরেও কাউকে বলতে নেই। ব্যাঙ্ক থেকে পুলিশ বার বার করে এই সতর্ক বার্তাই দেয় আমাদের। আর এই পিন কিন্তু বলে দিতে পারে কী করলে আপনার মঙ্গল হতে পারে। আপনার আর্থিক অবস্থা কেমন? কেমন হতে পারে আপনার ভবিষ্যতের অর্থভাগ্য? সংখ্যাতত্ত্বের ট্রিকস জানলেই বুঝে যাবেন সেই অঙ্ক।

আপনি আর্থিক ভবিষ্যত উজ্জ্বল না খারাপ তা কিন্তু বুঝতে পারবেন আপনার পিন কোডের যোগ ফল থেকেই। ধরা যাক কারও পিন কোড ৯৪১৬।

সুতরাং এই পিন কোডের যোগফল হল ৯৪১৬ = ৯+৪+১+৬= ২০= ২+০= ২, অর্থাৎ এই জাতকের পিন কোডের যোগফল ২। কারও পিন কোডের যোগফল যদি ২ হয় তাহলে কী হয় তাই বলে দেবে সংখ্যাতত্ত্ব।

এই খবরটিও পড়ুন

পিন কোডের যোগফল ১ হলে কী হয় – পিন কোড পাওয়ার পর, যোগ করে ১ পেলে তাঁরা খুবই ভাগ্যবান। আপনারা এখন থেকে যা-ই করুন না কেন বিশেষ করে আয়ের দিক থেকে, তাতে লাভবান হবেন। কোনও নতুন আর্থিক পরিকল্পনা আরম্ভ করার পক্ষে এই পিন নম্বর আপনাকে এগিয়ে যেতে বলছে। তবে পার্টনারশিপ ব্যবসায়ে না যাওয়াই ভাল।

পিন কোডের যোগফল ২ হলে কী হয় – ২ মানে হতাশা, ব্যর্থতা ও দুর্দশাগ্রস্থ আর্থিক অবস্থা। আপনি ক্ষতির সম্মুখিন হয়ে ঋণে জড়িয়ে পড়তে পারেন। আপনার বহু দিনের জমানো অর্থ শেষ হয়ে যেতে পারে এই সময়। নতুন কোনও চাকরির যোগাযোগ এলে তা নষ্ট হয়ে যাবে। বিলাসিতার জন্য প্রচুর খরচ হতে পারে।

পিন কোডের যোগফল ৩ হলে কী হয় – পিন নম্বরগুলির যোগফল ৩ হলে নিশ্চিত ভাবে আপনি অর্থের দিক থেকে শুভ সময়কে নির্দেশ করে। ৩ আয়ের পক্ষে বিশেষ শুভ সংখ্যা, এই নিয়ে সংখ্যাতত্ত্বে কোনও দ্বিমত নেই। কোনও ঋণ নেওয়া থাকলে তা স্বাভাবিক নিয়মেই শোধ হয়ে যাবে।