AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bathing Rules: এইভাবে স্নান করলে বদলে যেতে পারে গোটা জীবনটাই! সঠিক স্নানের নিয়ম কী?

Hinduism: ভুল করেও স্নান না করে বেশ কিছু কাজ একেবারেই করা উচিত নয়। প্রতিদিন স্নানের বেশ কিছু নিয়ম রয়েছে, যা সঠিকভাবে পালন করলে জীবনটাই বদলে যেতে পারে।

Bathing Rules: এইভাবে স্নান করলে বদলে যেতে পারে গোটা জীবনটাই! সঠিক স্নানের নিয়ম কী?
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 6:28 PM
Share

প্রতিদিন স্নান করলে শরীর থাকে সুস্থ। পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে, শরীরকে ঠান্ডা রাখতে স্নানের উপকারিতা যেমন রয়েছে তেমনি হিন্দু ধর্মে সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভের জন্যও প্রতিদিন স্নান করার উল্লেখ রয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে, স্নানের পরে একজনের কেবল শরীরেই নয়, মনও পবিত্র হয়। স্নান সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে, যদি অন্ত্যেষ্টিক্রিয়ায় যান বা আপনার চুল বা দাড়ি কাটেন বা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ শেষ হয় তবে আপনাকে অবশ্যই তারপরে স্নান করতে হবে। পাশাপাশি ভুল করেও স্নান না করে বেশ কিছু কাজ একেবারেই করা উচিত নয়। প্রতিদিন স্নানের বেশ কিছু নিয়ম রয়েছে, যা সঠিকভাবে পালন করলে জীবনটাই বদলে যেতে পারে।

স্নান না করে কোন কাজটি একেবারেই করবেন না

– স্নান না করে রান্নাঘরের ভেতরে যাওয়া উচিত নয়। স্নান না করে খাবার তৈরি করাও পাপ।

– স্নান না করে রান্না বা খাওয়া কোনওটাই করা উচিত নয়।

– স্নান করার পরেই চুল আঁচড়াবেন না।

– স্নান না করেও পুজোর স্থান, সম্পদ রাখার স্থান ও তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয়।

স্নানের পর এই কাজে করলেই বিপদ!

– হিন্দু বিশ্বাস অনুসারে, স্নানের পরে কখনওই ফুল তোলা উচিত নয়। বিশ্বাস করা হয় যে কেউ যদি স্নানের পর ফুল ছিঁড়ে দেবতাকে নিবেদন করেন তাহলে তার পুণ্যের ফল পাওয়া যায় না।

– সনাতন রীতি অনুসারে, সকলেরই উচিত স্নানের আগে পুজোর যাবতীয় কাজ সম্পূর্ণ করে রাখা। পুজোর পাত্র পরিষ্কার করে ঠাকুরঘরে রাখা,কারণ স্নানের পরে এঁটো বাসনপত্র ধুলে ব্যক্তি অপবিত্র হয়ে যায় বলে মনে করা হয়।

– হিন্দুধর্মে, স্নানের আগে তেল মালিশ করা শুভ। তাই ভুল করেও স্নানের পরে তেল মালিশ করবেন না। যদি এমনটা কোনও কারণে করে থাকেন তাহলে ফের একবার স্নান করা উচিত।

– স্নান করার পরে বাসি পোশাক পরা উচিত নয়। পাশাপাশি স্নান করার পর রান্নাঘরে যাওয়াও এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে স্নানের পর রান্নাঘরে রাখা এঁটো পাত্রে স্পর্শ করলে অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে।

– হিন্দু বিশ্বাস অনুসারে, ভুল করেও খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে স্নান করা উচিত নয়।

স্নান করার গুরুত্বপূর্ণ নিয়ম

– হিন্দু শাস্ত্র অনুসারে, সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

– স্নান করার সময় সম্ভব হলে, প্রতিদিন বা তিজ-উৎসবের সময় স্নানের জলে সামান্য গঙ্গাজল যোগ করে স্নান করা উচিত।

– হিন্দু ধর্ম অনুসারে, সবসময় পবিত্র নদীগুলিকে স্মরণ করে ‘গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলের স্মীনসন্নিধি কুরু’ মন্ত্রটি জপ করা উচিত।

– কোনও ব্যক্তির স্নানের পরে অবশিষ্ট জল দিয়ে বা কোনও কুয়ো বা হ্যান্ডপাম্প থেকে তোলা জল দিয়ে স্নান করা উচিত নয়।