Lunar Eclipse 2025: হোলিতে হোন সাবধান, চন্দ্রগ্রহণের ফলে এই ৩ রাশির জাতক-জাতিকাদের জীবন হবে ছারখার!
Holi 2025: এ বছর হোলির দিন অর্থাৎ ১৪ মার্চ রয়েছে চন্দ্রগ্রহণ। বছরের প্রথম গ্রহণ এটিই। এই অবস্থায় কিছু রাশির জাতক-জাতিকাদের লাভ এবং কিছু রাশির ব্যক্তিদের ক্ষতি হবে। এক ঝলকে জেনে নিন কোন ৩ রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম চন্দ্রগ্রহণে হবে ক্ষতি।

গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের উপর জীবনের অনেক কিছু নির্ভর করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর নিজের স্থান বদল করে। আর তার প্রভাব কোনও না কোও ভাবে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলেও একাধিক রাশির ব্যক্তিদের জীবন অন্য মোড় নেয়। ২০২৫ সালে হবে মোট ৪টি গ্রহণ। ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। এ বছর হোলির দিন অর্থাৎ ১৪ মার্চ রয়েছে চন্দ্রগ্রহণ। বছরের প্রথম গ্রহণ এটিই। ১৩ মার্চ হোলিকা দহন। বৈদিক পঞ্জিকা অনুসারে, ফাল্গুন পূর্ণিমার তিথি অনুযায়ী ১৩ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হবে হোলির পালন। এবং তা শেষ হবে ১৪ মার্চ দুপুর ১২টা ২৩ মিনিটে। এই অবস্থায় কিছু রাশির জাতক-জাতিকাদের লাভ এবং কিছু রাশির ব্যক্তিদের ক্ষতি হবে। এক ঝলকে জেনে নিন কোন ৩ রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম চন্দ্রগ্রহণে হবে ক্ষতি।
১. তুলা রাশি – এ বছরের প্রথম চন্দ্রগ্রহণের পর এই রাশির জাতক-জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। পরিশ্রম করে যেতে হবে। তারপরও সাফল্য ধরা দিতে দেরি করবে। অমনোযোগী না হয়ে কাজে লেগে থাকতে হবে। অতিরিক্ত খরচ হবে। তার ফলে চিন্তা বাড়বে। জীবনে সুখ এবং সমৃদ্ধি কমে যাবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে এবং লোকসান হওয়ার সম্ভবনাও রয়েছে।
২. মিথুন রাশি – ২০২৫ সালে হোলির দিন প্রথম চন্দ্রগ্রহণ হওয়ার পর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অল্প সমস্যা হতে পারে। এই অবস্থায় সুখ এবং সুবিধা আগের তুলনায় কমে যেতে পারে। বাড়িতে ঝগড়া, অশান্তি লেগেই থাকতে পারে। কোনও না কোনও বিষয়ে প্রবল ঝগড়া হতে পারে। মানসিক চাপও থাকবে। এই সময় যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রাখতে হবে। না হলে ঝামেলা আইনি স্তরে যেতে পারে। এই সময় বিনিয়োগ করা একেবারেই ঠিক হবে না। এতে লোকসানের আশঙ্কা রয়েছে।
৩. সিংহ রাশি – চন্দ্রগ্রহণের ফলে এই রাশির জাতক জাতিকাদের মানসিক এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একইসঙ্গে জীবনে কোনও না কোনও কারণে অশান্তকর পরিবেশ তৈরি হতে পারে। কেরিয়ারে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভবিষ্যৎ নিয়ে এ সময় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এতে লাভের চেয়ে লোকসানের রাস্তা বেশি চওড়া হতে পারে।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।





