AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Plant Tips: বাড়িতে মানিপ্ল্যান্ট থাকা সত্ত্বেও উন্নতি নেই? আর্থিক অবস্থা না পাল্টানোর আসল কারণ জানুন

Vastu Tips for Money: রাতারাতি ধনী হতে চাইলে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আনুন মানিপ্ল্যান্ট গাছ। সঠিক জায়গায় রেখে প্রতিদিন যত্ন নিন। কিন্তু অনেক সময় বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর পরও আর্থিক অবস্থার কোনও উন্নতি হয় না। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে তাহলে সাবধান। কিছু অঘটন ঘটার আগে এই অবনতি হওয়ার কারণ জেনে নিন এখানে... 

Money Plant Tips: বাড়িতে মানিপ্ল্যান্ট থাকা সত্ত্বেও উন্নতি নেই? আর্থিক অবস্থা না পাল্টানোর আসল কারণ জানুন
ছবিটি প্রতীকী। ছবি সৌজন্যে অ্যাডব স্টক।
| Updated on: Jan 31, 2024 | 6:41 AM
Share

অনেকেরই ধারণা, বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ লাগালেই সংসারে টাকা-পয়সার বৃষ্টি ঝরে পড়বে। এমন ভাবাটাও অমূলক। কারণ হাঁস থাকলেই যে সোনার ডিম দেবে, তার কোনও কথা নেই। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে গাছ পুতলে তা সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। কারণ মনে করা হয়, বিশেষ কিছু গাছ রয়েছে, যেগুলিতে লক্ষ্মীদেবী বাস করেন। প্রিয় গাছগুলি যদি বাড়িতে রাখা হয়, তাহলে আর কখনও পিছনে ফির তাকাতে হবে না। ঘরের মধ্যে সবসময় পজিটিভ শক্তির প্রবেশ ঘটে। সারাজীবন কখনও অর্থের অভাব হবে না। অনেক সময় অর্থ উপার্জন বা ধনী হওয়ার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ বলে মনে হয়।

রাতারাতি ধনী হতে চাইলে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আনুন মানিপ্ল্যান্ট গাছ। সঠিক জায়গায় রেখে প্রতিদিন যত্ন নিন। কিন্তু অনেক সময় বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর পরও আর্থিক অবস্থার কোনও উন্নতি হয় না। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে তাহলে সাবধান। কিছু অঘটন ঘটার আগে এই অবনতি হওয়ার কারণ জেনে নিন এখানে…

মানি প্ল্যান্ট সংক্রান্ত ভুল ধারণা

বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোই যথেষ্ট নয়। কঠোর পরিশ্রমের পাশাপাশি ব্যক্তির জন্য বাস্তুর কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন।বাড়ির সকলেই সুস্থ, সুখী ও ইতিবাচক থাকুক, তা সকলেই চান। তাই মানি প্ল্যান্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বাস্তু নিয়মগুলি জেনে নিন এখানে…

– মানি প্ল্যান্টকে সঠিক পথে রাখলেই শুভ ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট লাগানোর সর্বোত্তম দিক হল দক্ষিণ-পূর্বের মধ্যবর্তী স্থান। অর্থাত্‍ দক্ষিণ-পূর্ব কোণ হল সর্বোত্তম। এখানে মানি প্ল্যান্ট লাগালে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকে।

– সাধারণত, মানি প্ল্যান্টের লতা দিয়ে বাড়ির সামনের অংশকে সুন্দর করে সাজানোর জন্য ঘরের প্রধান সদর দরজা, বারান্দা বা প্রবেশদ্বারে লাগাতে পারেন। ছাদের রেলিংয়েও বসাতে পারেন। কিন্তু এতেও লাভ না হলে পরবর্তী টিপসটি জেনে নিন…

– মানি প্ল্যান্ট থেকে শুভ ফল পেতে বাইরের পরিবর্তে ঘরের ভিতরে রাখুন। মানি প্ল্যান্টের শুভ প্রভাব পেতে হলে তা বাড়ির ভিতরে লাগাতে হবে। এতে করে ঘরে সুখ-সমৃদ্ধি আসে।

– ঘরে মানি প্ল্যান্ট বা শুকনো গাছ রাখবেন না। তাতে ঘরে দারিদ্র্য আসে। দেখা দরকার যে, মানি প্ল্যান্ট যেন সবুজ থাকে। তবেই তা পজিটিভিটির লক্ষণ। অর্থের প্রবাহ বাড়তে চলেছে আপনার। পাতা যদি ফ্যাকাসে হয়ে থাকে, তাহলে লাভের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে।

– প্লাস্টিকের পাত্র বা বোতলে মানি প্ল্যান্ট লাগাবেন না। বরং সাদা, সবুজ বা নীল রঙের বোতলে রাখুন। সবুজ রং অগ্রগতির প্রতীক। এতে করে ঘরে অর্থের প্রবাহ বাড়ে। এছাড়াও মাটির পাত্রে মানি প্ল্যান্ট লাগালে শুভ ফল পাওয়া যায়।