AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diwali 2023: এক দিন নয়, পাঁচ দিন ধরে পালিত হয় দীপাবলির উত্‍সব! জানেন না ৯০ শতাংশ

Hindu Calender: কালীপুজোর দিন অলক্ষ্মীকে আরাধনা করা হয়। শাক্ত বাঙালির ঘরে ঘরে এদিন লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়। চারিদিকে আলো ও প্রদীপ জ্বালিয়ে শ্যামাপুজোর আরাধনা করা রীতি রয়েছে। বাংলায় একে দীপাবলি বা দীপান্বিতা উত্‍সব বলা হলেও গোটা ভারতে একে দিওয়ালি, দিপালিকা, সুখরাত্রি হিসেবে উত্‍সব হিসেবে অভিহিত করা হয়।

Diwali 2023:  এক দিন নয়, পাঁচ দিন ধরে পালিত হয় দীপাবলির উত্‍সব! জানেন না ৯০ শতাংশ
ছবি সৌজন্যে- আলজাজিরা
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 6:33 PM
Share

সনাতন ধর্মে আলো জ্বালানো ও আলোর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। পবিত্রতা, শুদ্ধতা, সৌভাগ্য ও পরাজয়ের প্রতীক হল আলো বা আগুন। এই আগুন বা আলোর উপস্থিতিতেই অন্ধকার কেটে শুভশক্তির উদয় হয়। তাই দুর্গাপুজোর পর দীপান্বিতা অমাবস্যায় কালো অন্ধকারকে ভেদ করে অশুভ শক্তিকে জাগ্রত করার জন্য ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ। বর্তমানে ইলেকট্রিক আলোর ব্যবস্থা রয়েছে। তবে প্রদীপের কোনও বিকল্প নেই। প্রদীপের সমষ্টিই হল দীপাবলির আসল অর্থ। অনেকে হয়তো জানেন না যে দীপাবলি একদিন ধরে পালন করা হয় না, মোট পাঁচদিন ধরে পালন করা হয়ে থাকে।

ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস বা ধনত্রয়োদশী উত্‍সব পালন করা হয়ে থাকে। এদিন ধনকুবেরের পুজো করা হয়। এই ধনতেরসের মধ্যে দিয়েই মধ্য দিয়েই সূচনা হয় আলোর উত্‍সব। এরপরই পালিত হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী, তারপর দীপান্বিতা অমাবস্যায় দীপাবলি বা কালীপুজো পালন করা হয়। এরপরের দিন শুক্ল প্রতিপদে গোবর্ধন পুজো ও শুক্লা দ্বিতীয়াতে ভাইফোঁটা বা ভাইদুজ উত্‍সবের মধ্যে দিয়ে উত্‍সবের সমাপ্তি ঘটে।

কালীপুজোর দিন অলক্ষ্মীকে আরাধনা করা হয়। শাক্ত বাঙালির ঘরে ঘরে এদিন লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়। চারিদিকে আলো ও প্রদীপ জ্বালিয়ে শ্যামাপুজোর আরাধনা করা রীতি রয়েছে। বাংলায় একে দীপাবলি বা দীপান্বিতা উত্‍সব বলা হলেও গোটা ভারতে একে দিওয়ালি, দিপালিকা, সুখরাত্রি হিসেবে উত্‍সব হিসেবে অভিহিত করা হয়। এই উত্‍সব শুধু হিন্দুদের মধ্যেই নয়, শিখ, বৌদ্ধ , জৈনদের মধ্যেও দীপাবলি পালিত হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ ও পৌরাণিক কাহিনিতেও দীপাবলির উল্লেখ রয়েছে। অশুভ শক্তি ও অনিষ্টকে পরাজয় করে শুভশক্তি, ভালর জয় পালন করার অন্যতম নাম হল দীপাবলি।

দীপাবলির পাঁচটি বিশেষ দিন

ধনতেরস উত্‍সব পালিত হলে আগামী ১০ নভেম্বর।

নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী পড়েছে ১২ নভেম্বর।

দীপাবলি উত্‍সব পালিত হবে ১২ নভেম্বর।

কালীপুজো বা শ্যামাপুজো পড়েছে ১২ নভেম্বর।

গোবর্ধন পুজো পালিত হবে আগামী ১৪ নভেম্বর।

ভাইফোঁটা পড়েছে ১৫ নভেম্বর।