Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaal Bhairav Jayanti 2023: পঞ্চাঙ্গ মতে, কবে পড়েছে কাল ভৈরব জয়ন্তী? মহাদেবের এই রুদ্র রূপের কারণ জানেন না অনেকেই

Kaal Bhairav: ক্যালেন্ডার অনুসারে, আগামী ২৮ নভেম্বর থেকে মার্গশীর্ষ মাস শুরু হচ্ছে। এ মাসে শিব তাঁর রুদ্র অবতার গ্রহণ করেন, যিনি কাল ভৈরব নামে পরিচিত। কাল ভৈরব জয়ন্তী মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। হিন্দু ধর্মে কাল ভৈরবের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

Kaal Bhairav Jayanti 2023: পঞ্চাঙ্গ মতে, কবে পড়েছে কাল ভৈরব জয়ন্তী? মহাদেবের এই রুদ্র রূপের কারণ জানেন না অনেকেই
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 9:30 AM

শিবের উগ্র রূপ ভগবান কাল ভৈরবের পূজা করে সমস্ত দুঃখ ও দোষ দূর হয়। কাল ভৈরবের জন্মবার্ষিকী পালিত হয় মার্গশীর্ষ মাসে। ক্যালেন্ডার অনুসারে, আগামী ২৮ নভেম্বর থেকে মার্গশীর্ষ মাস শুরু হচ্ছে। এ মাসে শিব তাঁর রুদ্র অবতার গ্রহণ করেন, যিনি কাল ভৈরব নামে পরিচিত। কাল ভৈরব জয়ন্তী মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। হিন্দু ধর্মে কাল ভৈরবের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

তাঁর কৃপায় অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। এছাড়া তাঁকে পুজো করলে শত্রু ও অশুভ শক্তি বিনষ্ট হয়। তাই প্রতি মাসের কালাষ্টমীতে ভৈরব বাবার পূজা করার নিয়ম।

কাল ভৈরব জয়ন্তী ২০২৩

কাল ভৈরব জয়ন্তী পালিত হবে আগামী ৫ ডিসেম্বর মঙ্গলবার। ভৈরবের দুই রূপ রয়েছে, একটি হল বটুক ভৈরব, যিনি শিবের শিশু রূপ বলে মনে করা হয়। অন্যটি হলেন কাল ভৈরব, যিনি শাস্তিদাতা হিসাবে বিবেচনা করা হয়েছে।

শুভমুহুর্ত

পঞ্চাঙ্গ অনুসারে, মার্গশীর্ষ মাসের কৃষ্ণের অষ্টমী তিথি ৪ ডিসেম্বর , রাত ৯টা ৫৯ মিনিট থেকে ৬ ডিসেম্বর সকাল ১২টা ৩৭ মিনিটে শেষ হয়। মধ্যরাতে কাল ভৈরবের পুজো করা সর্বোত্তম বলে মনে করা হয়। সাধারণত ঘরে ও ঘরের বাইরে অবিরত সমস্যা তৈরি হলে, কাল ভৈরবের পুজো করা উচিত।

গৃহস্থদের জন্য পুজোর সময় 

সকাল ১০টা ৫৩ মিনিট থেকে বেলা ১টা ২৯ মিনিট

নিশিতা কাল মুহুর্তা , ৫ ডিসেম্বর, বেলা ১১টা ৪৪ মিনিট থেকে মধ্য়রাত ১২টা ৩৯ মিনিট পর্যন্ত।

তাৎপর্য

ভগবান কাল ভৈরব হলেন ভগবান শিবের রুদ্র তাণ্ডবের প্রকাশ। জীবনে যারা খারাপ ও পাপ করার মতো কাজ করে, তাঁরা কাল ভৈরবের ক্রোধের সম্মুখীন হন। পাশাপাশি যিনি জীবনে সর্বদা সত্‍, ভাল কাজ করেন, তাদের প্রতি সন্তুষ্ট হন। কখনওই নেতিবাচক শক্তি,  অন্যের সঙ্গে সমস্যা তৈরি করেন না, ভূত-প্রেতের জালে জডিয়ে পড়েন না, তাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন তিনি। কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। তাঁর পূজা ছাড়া বাবা বিশ্বনাথের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান ভৈরবের ভক্তদের ক্ষতি করলে সেই ব্যক্তি তিন জগতে কোথাও আশ্রয় পায় না।