Chhath Puja 2023: রামচন্দ্র-কর্ণও করতেন ছট পুজোর উপবাস! এর কারণ জানেন?
Mythology and Facts: হিন্দুধর্মে ছট পুজোর উল্লেখ রয়েছে রামায়ণ ও মহাভারতেও। পুরাণেও রয়েছে ছট মাইয়ার কাহিনি। বহু গ্রন্থেই এই উত্সবের গুরুত্ব ও কাহিনি উল্লেখ রয়েছে। রামায়ণ, মহাভারত ছাড়াও বেদেও রয়েছে এর গুরুত্ব ও পৌরাণিক কাহিনি।

দীপাবলির পর এবার আসছে ছট পুজো। হিন্দু রীতি অনুসারে, টানা পাঁচ দিনের আলোর উৎসবের পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় পবিত্র ও শুভ উৎসব। এই উৎসবে ভক্তরা সূর্যাস্তের সময় সূর্য়দেবকে পুজো করে অর্ঘ্য নিবেদন করে থাকেন। টানা ৩৬ ঘণ্টা কঠিন উপবাস পালন করা পর সূর্যদেবকে পুজো করা হয়। এই পুজোর ব্রত পালনের জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন। মনে করা হয়, এই উপবাস আচার-অনুষ্ঠান মেনে পালন করা হলে জীবন থেকে সমস্ত দুঃখ-বেদনা দূর হয়ে যায়। সমাজে ও পরিবারে সম্মান লাভের সঙ্গে সঙ্গে সম্পদও বৃদ্ধি পায়।
হিন্দুধর্মে ছট পুজোর উল্লেখ রয়েছে রামায়ণ ও মহাভারতেও। পুরাণেও রয়েছে ছট মাইয়ার কাহিনি। বহু গ্রন্থেই এই উত্সবের গুরুত্ব ও কাহিনি উল্লেখ রয়েছে। রামায়ণ, মহাভারত ছাড়াও বেদেও রয়েছে এর গুরুত্ব ও পৌরাণিক কাহিনি।
১. পৌরাণিক কাহিনি অনুসারে, কার্তিক শুক্লা ষষ্ঠীতে, লঙ্কা জয়ের পর রামরাজ্য প্রতিষ্ঠার দিন, রামচন্দ্র ও সীতা সূর্যদেবের নামে পুজো রেখে উপবাস রেখেছিলেন। উপবাস পালনের পর শ্রী রামচন্দ্র ও সীতা কার্তিক মাসের শুক্লা সপ্তমীতে সূর্যোদয়ের সময় অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের আশীর্বাদ লাভ করেছিলেন।
২. আবার, ছট উৎসবে অর্ঘ্য নিবেদন শুরু হয়েছিল মহাভারত যুগেও। মনে করা হয়, সূর্যপুত্র কর্ণ সূর্যদেবকে জল নিবেদনের মাধ্যমে এই প্রথা প্রথম শুরু করেছিলেন। আবার কয়েকটি গ্রন্থে, পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের পূজা করার কথাও রয়েছে। পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য তিনি সূর্যদেবের পুজো ও উপবাস রেখেছিলেন।
৩. অন্য কিংবদন্তী অনুসারে, স্বয়ম্ভু মনুর পুত্র রাজা প্রিয়ব্রত ও তাঁর স্ত্রী মালিনী ছিলেন নিঃসন্তান। তাই সন্তান লাভের জন্য মহর্ষি কাশ্যপ পুত্র্যেষ্টি যজ্ঞ করার পরামর্শ দিয়েছিলেন তাঁদের। যজ্ঞহুতির জন্য প্রস্তপত করা ক্ষীর মালিনীকে দেওয়া হয়। যজ্ঞের কিছুকাল পরে মালিনী অন্তঃসত্ত্বা হলেও তাঁর গর্ভজাত সন্তান বেঁচে ছিল না। মৃত সন্তানকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন দেবী দেবসেনা। তিনি আবির্ভূতা হয়ে জানিয়েছিলেন, তিনিই হলেন মহাবিশ্বের প্রকৃতির ষষ্ঠ অংশ, তাই তাঁর অপর নাম ষষ্ঠী। ছাঠি মাইয়া বা ছট মাইয়ার দর্শন ও নির্দেশ পাওয়ার পর সন্তান লাভের জন্য তাঁর উপাসনা ও উপবাস রাখেন। দেবীর নির্দেশমতো পুজো করে। তারপর একটি ফুটফুটে সন্তান লাভ করেন। সেইদিনটি ছিল কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিন। সেই থেকে ষষ্ঠীদেবীর পুজো ও প্রচার শুরু হয়। সকলেই নিজের সন্তানের মঙ্গলকামনায় ও দীর্ঘায়ু লাভের জন্য ষষ্ঠীকেই পুজো করতে শুরু করেন।
