AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaastu Tips: কোন দিকে মুখ করে খেলে ফেরে অর্থভাগ্য? বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন…

Vaastu Tips: বাস্তু শাস্ত্রে খাবার খাওয়া একটা শুভ কাজ। ভুল দিকে মুখ করে খাদ্য গ্রহণ করলে আপনার জীবনেও নেমে আসতে পারে দুর্ভাগ্য।

Vaastu Tips: কোন দিকে মুখ করে খেলে ফেরে অর্থভাগ্য? বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন...
Image Credit: Meta AI
| Updated on: Jan 18, 2025 | 6:34 PM
Share

বাস্তু শাস্ত্র মতে ‘দিক’ বা ‘চার দিশা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল দিকে বসে ভুল কাজ করলেই জীবনে নেমে আসে দুর্ভোগ। সঠিক সময়ে, সঠিক দিকে সঠিক কাজটি করতে পারলেই জীবনে নেমে আসে পৃথিবীর সর্ব সুখ।

বাস্তু শাস্ত্র কিন্তু বলছে রান্নাঘরের বাস্তু শাস্ত্র যেমন জীবনে সুখ-সমৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ, তেমনই রান্না হওয়ার পরে আপনি কী ভাবে সেই অন্ন বা খাবার খাচ্ছেন তাও কিন্তু বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কোন দিকে মুখ করে একজন খাবার খাচ্ছেন তা এক জন ব্যাক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। ভুল দিকে মুখ করে খেলে জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। জীবনে নেমে আসতে ব্য়র্থতা। বাস্ তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চললে আপনি সাফল্য ও সুখ পেতে পারেন।

বাস্তু শাস্ত্রে খাবার খাওয়া একটা শুভ কাজ। ভুল দিকে মুখ করে খাদ্য গ্রহণ করলে আপনার জীবনেও নেমে আসতে পারে দুর্ভাগ্য। ঘটতে পারে স্বাস্থ্যহানি। খাবার খাওয়ার সময় বাস্তুর কোন নিয়মগুলি মেনে চলা প্রয়োজন।

পূর্বদিক: পূর্বদিকে মুখ করে খেলে শরীরে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। জীবনে শান্তি আসে। মানসিকভাবেও ওই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠেন। অসুস্থ ও বয়স্ক ব্যক্তির উচিত সবসময় পূর্বদিকে মুখ করে খাবার খাওয়া।

উত্তরদিক: উত্তরদিকে মুখ করে খেলে সম্পদ ও জ্ঞানবৃদ্ধি ঘটে। কমবয়সি ছেলে মেয়ে ও ছাত্রছাত্রীদের উত্তরদিকে মুখ করে খাদ্যগ্রহণ করা উচিত।

পশ্চিমদিক: পশ্চিমদিকে মুখ করে খাবার খেতে পারেন ব্যবসায়ীরা। বাস্তুশাস্ত্র অনুসারে এই অভ্যেস ব্যবসায় সাফল্য আনে। সম্পদের বৃদ্ধি ঘটায়।

দক্ষিণদিক: দক্ষিণ দিককে যমের দিক বলে মনে করা হয়, তাই কখনওই দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া উচিত নয়। এর ফলে দুর্ভাগ্য বাড়ে এবং স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা থাকে। দক্ষিণ দিক যমের দিক, তাই ওই দিকে মুখ করে বসে খেলে দেবী লক্ষ্মী অত্যন্ত অপ্রসন্ন হন। অর্থেরও নাশ ঘটে।