AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shiva Avatars: মহাদেবের ২ অবতার এখনও জীবিত! কোথায় পাবেন তাঁদের দেখা?

Sawan 2023: ধর্মীয় শাস্ত্র অনুসারে, ভগবান শিব ১৯টি অবতার গ্রহণ করেছেন। এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ ও গুরুত্বপূর্ণ। মহাদেবের ১৯টি অবতারের নাম জানা আছে?

Shiva Avatars: মহাদেবের ২ অবতার এখনও জীবিত! কোথায় পাবেন তাঁদের দেখা?
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 9:30 AM
Share

শাস্ত্রে উল্লেখ রয়েছে, পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে, তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব অবতার রূপে মর্ত্যে আগমন করেছেন। শাস্ত্র অনুসারে, ভগবান শিবকে তন্ত্র-মন্ত্রের প্রধান দেবতা বলা হয়। ভয়ঙ্কর সব অসুরদের বধ করার জন্য সময়ে সময়ে বহু অবতার গ্রহণ করেছেন মহাদেব। শুধু ভক্তদের জন্যই নয়, দেবতাদের অহং বোধ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ভিন্ন অবতার রূপ ধারণ করেছিলেন মহাকাল। ধর্মীয় শাস্ত্র অনুসারে, ভগবান শিব ১৯টি অবতার গ্রহণ করেছেন। এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ ও গুরুত্বপূর্ণ। মহাদেবের ১৯টি অবতারের নাম জানা আছে?

১. বীরভদ্র অবতার ২. পিপ্পালাদ অবতার ৩. নন্দী অবতার ৪. ভৈরব অবতার ৫. অশ্বত্থামা অবতার ৬. শরাবতার ৭. গ্রহ স্বামী অবতার ৮. ঋষি দূর্বাসা অবতার ৯. হনুমান ১০. বৃষ অবতার ১১. যতিনাথ অবতার ১২. কৃষ্ণ দর্শন অবতার ১৩. অবধূত অবতার ১৪. ভিক্ষুভার্য অবতার ১৫. সুরেশ্বর অবতার ১৬. কিরাত অবতার ১৭. ব্রহ্মচারী অবতার ১৮. সানডান্সার অবতার ১৯. যক্ষ অবতার

শিবের ২ অবতার এখনও জীবিত

সময়ে সময়ে অনেক অবতার গ্রহণ করেছেন, তার সব রূপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই জানেন না যে, বর্তমানে মহাদেবের ২ অবতার মর্ত্যে পূজিত ও জীবিত রয়েছেন। ভগবান শিবের ২ অবতার যারা আজও জীবিত বলে বিশ্বাস করা হয়।

হনুমান: বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অবতার হনুমান আজও বেঁচে রয়েছেন। হনুমান অবতারের কাহিনি খুবই মজার। পৌরাণিক কাহিনি অনুসারে, যখন বিষ্ণুর মোহিনী রূপের মাধ্যমে দেবতা ও অসুরদের মধ্যে অমৃত বিতরণ করা হয়, ঠিক সেই সময় ভোলেনাথ মোহিনী রূপ ধারণ করেও নিজেকে থামাতে পারেননি, সেই সময় তাঁর বীর্য বেরিয়ে আসে। এরপর কিছু পাতার মাধ্যমে মহাদেবের বীর্য সংগ্রহ করেন মোট সাতজন মহাঋষি। পরে সুযোগ বুঝে সেই বীর্য তার কানের ভিতর দিয়ে ভানার রাজ কেশরীর স্ত্রী অঞ্জনীর গর্ভে স্থাপন করা হয়।

এরপর, পরাক্রমশালী, ভগবান রামের ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। কথিত আছে যে ভগবান হনুমানের ১০০০টিরও বেশি হাতির শক্তি ছিল। এর সঙ্গে,তিনি অশুভ আত্মার ধ্বংসকারী , সমস্যা সৃষ্টিকারী হিসাবে বিবেচনা করা হয়। কাহিনি মতে, হনুমানের ভক্তি দেখে সীতাও তাঁকে অমরত্বের বর দিয়েছিলেন। তাই আজও হনুমান মর্ত্যে ভক্তদের মধ্যে জীবিত রয়েছেন।

অশ্বত্থামা: ভগবান ভোলেনাথের পঞ্চম অবতারের নাম ছিল অশ্বত্থামা। ভগবান ভোলেনাথের এই অবতার গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল। ভগবান ভোলেনাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন ও ভগবান ভোলেনাথ প্রসন্ন হয়ে তাঁকে পুত্ররূপে জন্মগ্রহণ করার বর দেন। এর সঙ্গে সঙ্গে অশ্বত্থামা অমরত্বের বরও পেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে আজও অশ্বত্থামা পৃথিবীতে বিচরণ করছেন।