AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahashivratri 2024: শিবঠাকুরের মাথায় জল ঢালার পর এই আরতি করতে ভুলবেন না যেন!

Shiva Aarati: কথিত আছে,  ভগবান শিব খুব দ্রুত তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। অল্পতেই সন্তুষ্ত মহাদিদেব।মহাশিবরাত্রির পুজো সময় ভগবান শিবের মন্ত্র উচ্চারণ করে জলাভিষেক করেন ভক্তরা। এরপর পর ভঙ্গ হয় উপবাস। তবে পুজোর শেষে শিব আরতি পাঠ করলে মহাদেব ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। শিবের আরতির মন্ত্র জানা না থাকলে এখানে জেনে নিন এখানে...

Mahashivratri 2024: শিবঠাকুরের মাথায় জল ঢালার পর এই আরতি করতে ভুলবেন না যেন!
| Updated on: Mar 09, 2024 | 7:00 AM
Share

সনাতন ধর্মে মহাদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। আর মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ পুজো করা না হলে তো পুজোই অসম্পূর্ণ থেকে যাবে। ধর্মীয় শাস্ত্রে শিবঠাকুরকে মহাবিশ্বের স্রষ্টা ও সর্বকালের অধিকর্তা বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবের আরাধনা করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও ধন-সম্পদ লাভের পাশাপাশি নানা গ্রহদোষ, বাস্তুদোষ ও জীবনে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে,  ভগবান শিব খুব দ্রুত তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। অল্পতেই সন্তুষ্ত মহাদিদেব।মহাশিবরাত্রির পুজো সময় ভগবান শিবের মন্ত্র উচ্চারণ করে জলাভিষেক করেন ভক্তরা। এরপর পর ভঙ্গ হয় উপবাস। তবে পুজোর শেষে শিব আরতি পাঠ করলে মহাদেব ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। শিবের আরতির মন্ত্র জানা না থাকলে এখানে জেনে নিন এখানে…

শিব আরতি

সর্বেশং পরমেশং শ্রীপার্বতীশং বংদেঽহং বিশ্বেশং শ্রীপন্নগেশম্ ।

শ্রীসাংবং শংভুং শিবং ত্রৈলোক্যপূজ্যং বংদেঽহং ত্রৈনেত্রং শ্রীকংঠমীশম্ ॥ 1॥

ভস্মাংবরধরমীশং সুরপারিজাতং বিল্বার্চিতপদযুগলং সোমং সোমেশম্ ।

জগদালযপরিশোভিতদেবং পরমাত্মং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 2॥

কৈলাসপ্রিযবাসং করুণাকরমীশং কাত্যাযনীবিলসিতপ্রিযবামভাগম্ ।

প্রণবার্চিতমাত্মার্চিতং সংসেবিতরূপং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 3॥

মন্মথনিজমদদহনং দাক্ষাযনীশং নির্গুণগুণসংভরিতং কৈবল্যপুরুষম্ ।

ভক্তানুগ্রহবিগ্রহমানংদজৈকং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 4॥

সুরগংগাসংপ্লাবিতপাবননিজশিখরং সমভূষিতশশিবিংবং জটাধরং দেবম্ ।

নিরতোজ্জ্বলদাবানলনযনফালভাগং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 5॥

শশিসূর্যনেত্রদ্বযমারাধ্যপুরুষং সুরকিন্নরপন্নগমযমীশং সংকাশম্ ।

শরবণভবসংপূজিতনিজপাদপদ্মং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 6॥

শ্রীশৈলপুরবাসং ঈশং মল্লীশং শ্রীকালহস্তীশং স্বর্ণমুখীবাসম্ ।

কাংচীপুরমীশং শ্রীকামাক্ষীতেজং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 7॥

ত্রিপুরাংতকমীশং অরুণাচলেশং দক্ষিণামূর্তিং গুরুং লোকপূজ্যম্ ।

চিদংবরপুরবাসং পংচলিংগমূর্তিং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ ॥ 8॥

জ্যোতির্মযশুভলিংগং সংখ্যাত্রযনাট্যং ত্রযীবেদ্যমাদ্যং পংচাননমীশম্ ।

বেদাদ্ভুতগাত্রং বেদার্ণবজনিতং বেদাগ্রং বিশ্বাগ্রং শ্রীবিশ্বনাথম্ ॥ 9॥