অষ্টমীর সকাল মানেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড়। পাঞ্জাবি বা ধুতি পরে মনের মানুষটির সঙ্গে অঞ্জলি দেওয়ার জন্য আপামর বাঙালি অপেক্ষায় থাকে বছরভর। কিন্তু অঞ্জলি দিতে গিয়ে যদি ভিড়ের মধ্যে মন্ত্রই না ঠিক মতো শুনতে পান তখন? তাহলে তো সব মাটি! তার চেয়ে বরং আগে থেকেই জেনে রাখুন পুষ্পাঞ্জলির মন্ত্র। এখন থেকেই মুখস্থ করে নিন। বা হাতে মোবাইলটি সঙ্গে রাখুন, তাহলে সহজেই মন্ত্রোচ্চারণ করতে পারবেন।
নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোহস্তুতে।।
এষ সচন্দন – পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
এষ সচন্দন – পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
প্রণাম মন্ত্র –
নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।
নমঃ সৃষ্টি স্হিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুনাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোহস্তুতে।।
এষ সচন্দন – পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
নমঃ শরণাগতদীনার্ত্ত পরিত্রাণ পরায়ণে।
সর্ব্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোহস্তুতে।
এষ সচন্দন – পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমোহস্ততে।।