AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Festival of India: ২৫০ স্টল, প্রচুর খাওয়াদাওয়া, লাইভ মিউজিক! চলছে দিল্লির সবচেয়ে বড় উৎসব

TV9 Festival of India: প্রাণবন্ত এই উৎসবে ২৫০টি স্টলের এক অসাধারণ সম্ভার। দেশীয় এবং আন্তর্জাতিক সব ধরনের পণ্য রয়েছে সেই সব স্টলে। থাইল্যান্ড, আফগানিস্তান এবং আমেরিকা বিক্রেতারা পসরা সাজিয়ে বসবেন।

TV9 Festival of India: ২৫০ স্টল, প্রচুর খাওয়াদাওয়া, লাইভ মিউজিক! চলছে দিল্লির সবচেয়ে বড় উৎসব
| Updated on: Oct 10, 2024 | 5:40 PM
Share

চলছে বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব! আর তাকে ঘিরেই রাজধানীর বুকে চলছে ‘টিভি৯ নেটওয়ার্কের ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। বলা ভাল দিল্লির সব থেকে বড় দুর্গাপুজো। গত ৯ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে উৎসব। গত বছর প্রথম পুজোয় ব্যপক সাড়া পাওয়ার পরে এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ।

প্রাণবন্ত এই উৎসবে ২৫০টি স্টলের এক অসাধারণ সম্ভার। দেশীয় এবং আন্তর্জাতিক সব ধরনের পণ্য রয়েছে সেই সব স্টলে। থাইল্যান্ড, আফগানিস্তান এবং আমেরিকা বিক্রেতারা পসরা সাজিয়ে বসবেন।

প্যান্ডেলে থাকছে দুর্দান্ত লাইভ পারফরম্যান্স। ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম। দুধর্ষ সুন্দর কাশ্মীরি শাল থেকে শুরু করে নানা ধরনের বাড়ির সাজসজ্জার সামগ্রী, আসবাবপত্র, মেকআপের জিনিসপত্র, পোশাক এবং খাবারের যন্ত্রপাতি, রয়েছে আরও অনেক কিছুই।

কেনাকাটা ছাড়াও, বিনোদন এবং সুস্বাদু খাবারদাবার আছে আরও অনেক কিছুই। খাদ্যপ্রেমীরা একটি রন্ধনসম্পর্কীয় অভিযান শুরু করতে পারেন, এমনকি ভারতের বিভিন্ন আঞ্চলিক খাবারকে তুলেও ধরতে পারেন। দিল্লির মজাদার স্ট্রিট ফুড, লখনউয়ের রসালো কাবাব, বাঙালি মিষ্টি এবং হায়দ্রাবাদি বিরিয়ানি একই ছাদের তলায় রয়েছে সবই।

উৎসবের সূচনা হয় ৯ অক্টোবর শঙ্খধ্বনি প্রতিযোগিতার মাধ্যমে। এরপর ১০ অক্টোবর রয়েছে আল্পনা প্রতিযোগিতা। ঢাক এবং ধুনুচি নাচ প্রতিযোগিতার পাশাপাশি ১১ অক্টোবর আছে ডান্ডিয়া প্রতিযোগিতা ও রাতে নবরাত্রি উদযাপন। ১২ অক্টোবর দিনটা শিশুদের জন্য। উৎসবটি ১৩ অক্টোবর মা দুর্গার বিদায়ের পালা। থাকবে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা প্রতিযোগিতা।