AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshaya Tritiya 2022: সোনার তো অনেক দাম, অক্ষয় তৃতীয়ায় এই জিনিসেই ফিরবে সৌভাগ্য!

Akshaya Tritiya: হিন্দু পঞ্জিকায় এই দিনটির বিশেষ গুরুতেব রয়েছে। ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয় সোনা কেনা বিশেষ শুভ প্রতীক হিসেবেই ধরা হয়। বিয়ের গয়না বানানোর জন্য অনেকেই এই বিশেষ দিনটি বেছে নেন...

Akshaya Tritiya 2022: সোনার তো অনেক দাম, অক্ষয় তৃতীয়ায় এই জিনিসেই ফিরবে সৌভাগ্য!
সোনা ছাড়াও এদিন আরও যা কিছু কিনবেন
| Edited By: | Updated on: May 03, 2022 | 10:08 AM
Share

Akshaya Tritiya 2022 Muhurat & Mantra: ধনতেরাস নিয়ে বাঙালি যে ভাবে এখন যে ভাবে মাতামাতি করে তাতে অনেকেই ভুলতে বসেছে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। বাঙালিদের কাছে অত্যন্ত শুভ তিথি হল অক্ষয় তৃতীয়া। এদিন যে কোনও ধাতু কিনলেই অক্ষয় লাভ হয়- এমন একটা ধারণা বহুদিন ধরে প্রচলিত রয়েছে বাঙালি বাড়িতে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এদিন লক্ষ্মী-গণেশের বিশেষ আরাধনা হয় বাড়িতে, দোকানে। বেশিরভাগ সোনার দোকানেই এই দিনে হালখাতা শুরু করা হয়। বিভিন্ন মন্দিরেও হয় বিশেষ পুজো। হিন্দু সম্প্রদায়ের মানুষরা ছাড়াও জৈন সম্প্রদায়ের মধ্যে চল রয়েছে এই অক্ষয় তৃতীয়ার। এই দিনটি ওড়িশাতেও বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয়। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন। পুরীতে জগন্নাথের রথ তৈরিও শুরু হয় এই দিন থেকেই। বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মত শুভ কাজের জন্য অনেকে এই দিনটিকে বেছে নেন।

মনে করা হয় এদিন সোনার গয়না কিনলে তুষ্ট হন লক্ষ্মী। কিন্তু সোনার দাম যেভাবে বাড়ছে তাতে ছ্যাঁকা লেগেছে মধ্যবিত্তর পকেটে। সোনা কেনা শুভ হলেও সকলের পক্ষে মোটেই তা সম্ভব নয়। আর তাই সোনা ছাড়াও আপনি এদিন রূপোর যে কোনও কিছু কিনতে পারেন। রূপোর বাটি-চামচ, থালা, প্রদীপ কিংবা লক্ষ্মী-গণেশ ….এদিন কেনা যেতে পারে।

এছাড়াও এদিন কোথাও কোনও বিনিয়োগ করতে পারেন। কিংবা পছন্দের কোনও খাতে টাকা জমা করতে পারেন। এদিন নিজের সাধ্যমতো কোনও টাকা নির্দিষ্ট কিছু কেনার জন্য আলাদা করে রাখুন। বিশ্বাস, এতে সঞ্চয় বাড়ে। এছাড়াও কিনতে পারেন নতুন জমি, বাড়ি, গাড়ি বা পছন্দের এবং প্রয়োজনীয় কোনও জিনিস।

অক্ষয় তৃতীয়া দিনটিকে ধরা হয় মা অন্নপূর্ণার আগমনের দিন। ফলে এমন দিনে সোনার জায়গায় অন্ন কিনলেও তার শুভ ফল ফলে বলে মনে করা হয়। এদিন যা কিছু সংগ্রহ সঞ্চয় বা ক্রয় করা হয় তা ক্ষয় হয় না বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়া মানে বাড়িতে লক্ষ্মীরই আরাধনা। তাই এদিন প্রয়োজনীয় সবজি বাজার করুন। পছন্দের সবজি কিনুন। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন পাতাওয়ালা কোনও সবদি কিনলে ফিরবে আর্থিক সমৃদ্ধি।

অক্ষয় ত-তীয়ার দিন বাড়িতেই ঘি বানান। এদিন ঘি বানানো খুব শুভ। এছাড়াও বাড়ির ঠাকুর আসনে কিংবা কোনও মন্দিরেও ঘি-এর প্রদীপ জ্বালতে পারেন। রূপোর প্রদীপে এদিন ঘি দিয়ে সারা রাত জ্বেলে রাখতে পারলে আয়ু বৃদ্ধি হয়। তাই এই প্রদীপ জ্বালতে কিন্তু ভুলবেন না।

এদিন বাড়িতে ফল, মিষ্টিতে নৈবেদ্য সাজিয়ে লক্ষ্মী-গণেশের পুজো করুন। ঘটে  বসান নারকেল। এতে লক্ষ্মী তুষ্ট হবেন। বজায় থাকবে গৃহশান্তি। সেই সঙ্গে জীবনে শান্তিও ফিরবে।

আরও পড়ুন: Akshaya Tritiya 2022: এই শুভদিনে সঠিক সময়ে কিনুন সোনা! শুভক্ষণ ও গুরুত্ব জানুন