Pearl Benefits: এই রাশির জাতকরা মুক্তো পরলেই শুভ! পাবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ

Astrology for Pearl: জ্যোতিষ মতে প্রতিটি রত্নের সঙ্গে সংযোগ রয়েছে গ্রহের। জন্মছকে কোনও গ্রহের অবস্থান দুর্বল হলে, জাতককে ওই গ্রহের কু’প্রভাব থেকে বাঁচতে নির্দিষ্ট রত্ন ধারণ করতে বলা হয়। মুক্তোর সঙ্গে যোগ রয়েছে চন্দ্রের। চন্দ্রের সঙ্গে ব্রেন ও মনের যোগ রয়েছে।

Pearl Benefits: এই রাশির জাতকরা মুক্তো পরলেই শুভ! পাবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2022 | 6:05 AM

একজন ব্যক্তির জন্মছকে গ্রহের অবস্থান ওই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্ত করতে পারে। জন্মছকে (Kundli) কোনও গ্রহের অবস্থান দুর্বল হলে ওই ব্যক্তির চরিত্রে ও জীবনেও নানা ভাবে কারক গ্রহটি প্রভাব বিস্তার করে। তাই কারও জন্মছকে চন্দ্র (Moon) দুর্বল হলে তাঁর জীবনে বিবিধ সমস্যা দেখা দিতে পারে। হতে পারে মানসিক সমস্যা (Mental Problems)। অনিদ্রা দেখা দেয়। সবসময় ভয়ভয় ভাব লক্ষ করা যায় ওই ব্যক্তির মধ্যে। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ে। পড়াশোনায় মনোযোগ থাকে না। চিত্তচাঞ্চল্য লক্ষ করা যায়।জাতক ভাবুক প্রকৃতির হন আবার বেশিক্ষণ একটি বিষয় নিয়ে ভাবতেও পারেন না। ক্ষুদ্র বিষয়ে মন খারাপ করেন। নিজেকে দোষারোপ করেন। নেতিবাচক চিন্তাকে প্রাধান্য দেন। অবাস্তব কল্পনা করেন। বার বার সর্দি, কাশির সমস্যাতে ভোগেন। বড্ড আবেগপ্রবণ হন। এমনকী জাতক অবসাদগ্রস্ত হতে পারেন। আত্মহত্যার চিন্তা আসাও অস্বাভাবিক নয়। জন্মছকে চন্দ্র খারাপ থাকলে ওই জাতককে প্রতিকার হিসেবে মুক্তো দেওয়া হতে পারে।

ব্রেন ও মনে প্রভাব

মুক্তোর আকার গোলাকার। বেশিরভাগ মুক্তোর রং সাদা। তবে হালকা গোলাপি বর্ণের মুক্তোও নজরে আসে। চন্দ্রের সঙ্গে মুক্তোর যোগ রয়েছে বলে মনে করা হয়। এমতাবস্থায় মুক্তো মানসিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কত রতি নেবেন?

জ্যোতিষমতে মেষ, কর্কট, বৃষ ও মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ ফল দেয়। কোষ্ঠীতে কোনওভাবে চন্দ্র দুর্বল হলে এই রাশির জাতকরা অবশ্যই মুক্তো পরিধান করুন।

আর্থিক উন্নতি

মুক্তো পরলে জাতকের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। জাতকের আর্থিক উন্নতি নিশ্চিত হয়। বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মুক্তো শান্তির বার্তাবাহক। তাই যে সকল জাতক দ্রুত রেগে যান তাঁদের জন্য মুক্তো অতীব কার্যকরী।

মুক্তো পরার নিয়ম

মুক্তো পরার নিয়ম রয়েছ। যেমন তেমনকরে মুক্তো পরলে তা সঠিক ফল দেবে না। তাই মুক্তো পরিধান করতে হলে কিছু নিয়ম মাথায় রাখতে হবে। অনামিকা বা কনিষ্ঠায় পরতে হবে মুক্তোর আংটি। আংটির ধাতু হিসেবে ব্যবহার করতে হবে সোনা বা রূপো। পরতে হবে সোমবার রাতে শুক্লপক্ষে। মনে রাখবেন রাতেই ওঠে চন্দ্র। তাই রাতেই মুক্তো পরা বেশি শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন যে কোনও রত্ন ধারণের তিনমাস পর থেকে প্রভাব শুরু হয়।

খাঁটি মুক্তো চিনবেন কীভাবে

সবচাইতে দামি মুক্তোর নাম বসরাই মুক্তো। এছাড়া রয়েছে বার্মিজ মুক্তো। মনে রাখবেন মুক্তো প্রাকৃতিক রত্ন। তাই একেবারে গোল হওয়ার কথা নয় মুক্তোর। এছাড়া সম্পূর্ণরূপে চকচকেও হবে না।

মুক্তোর পরিবর্ত রত্ন

মুক্তো পরতে না পারলে মুনস্টোন ধারণ করা যায়। মুনস্টোনকে উপরত্ন বলে। উপরত্ন ছয়মাস পর থেকে কাজ শুরু করে বলে বিশ্বাস করা হয়। এমনকী শুধু রুপোর আংটি পরলেও চন্দ্রের কারকতায় অনেকখানি ইতিবাচক ফল মেলে। এছাড়া ক্ষিরিকা মূলও ধারণ করা যায়।

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।