AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana: শুধু ৩ ভাই নয়, বোনও ছিল রামচন্দ্রের! রামায়ণে কেন উল্লেখ নেই, জানেন না বহু

Mythology: রামায়ণের ছত্রে ছত্রে শ্রীরামচন্দ্রের গুণাবলী, পিতার প্রতিশ্রুতি পূরণে নির্বাসন-সহ বিভিন্ন ঘটনা উল্লেখ রয়েছে। বনবাজ জীবন, কৈশোর জীবন, যৌবন জীবন থেকে শুরু করে লঙ্কাজয়ের বিভিন্ন অলৌকিক ঘটনাও উল্লেখ করা হয়েছে। রামের সঙ্গে জড়িত বহু চরিত্রেরও উল্লেখ রয়েছে।

Ramayana: শুধু ৩ ভাই নয়, বোনও ছিল রামচন্দ্রের! রামায়ণে কেন উল্লেখ নেই, জানেন না বহু
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 7:00 AM
Share

হিন্দু বহু পুরাণে বহু নারীর সম্পর্কে নানা কাহিনি ও ঘটনার উল্লেখ রয়েছে। রামায়ণ ও মহাভারত জুড়েও রয়েছে বহু নারীচরিত্র। যে চরিত্রগুলি মানুষের জীবনের সঙ্গেও জড়িয়ে রয়েছে। রামায়ণে শ্রীরামচন্দ্র-সহ বহু পুরুষের পাশাপাশি পুরুষচরিত্রগুলি বেশিই প্রস্ফুটিত। নারী চরিত্রগুলি সহচরিত্র হলেও সীতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশরথের চার পত্নীর ভূমিকাও অনস্বীকার্য। তবে রামায়ণে আরও এক নারী চরিত্র রয়েছে, যাঁর নাম না কেউ শুনেছে, না কেউ জানেন। শান্তা। রামায়ণের প্রথম পর্যায়ে শান্তার নাম উল্লেখ করা হলেও এই নারী কার কন্যা, কার গর্ভের সন্তান তার কোনও উল্লেখ নেই।

রামায়ণের ছত্রে ছত্রে শ্রীরামচন্দ্রের গুণাবলী, পিতার প্রতিশ্রুতি পূরণে নির্বাসন-সহ বিভিন্ন ঘটনা উল্লেখ রয়েছে। বনবাজ জীবন, কৈশোর জীবন, যৌবন জীবন থেকে শুরু করে লঙ্কাজয়ের বিভিন্ন অলৌকিক ঘটনাও উল্লেখ করা হয়েছে। রামের সঙ্গে জড়িত বহু চরিত্রেরও উল্লেখ রয়েছে। তবে রামের দিদি বা বোন সম্পর্কে কোথাও উল্লেখ নেই। রামের বড় দিদি হলেন শান্তা।

কৌশল্যার কন্যা নাকি দত্তক কন্যা!

পুরাণ অনুসারে রাজা দশরথের তিনজন রাণী ছিল। প্রথম রাণী কৌশল্যা, দ্বিতীয় রাণী সুমিত্রা এবং তৃতীয় রাণী কৈকেয়ী। ভগবান রাম ছিলেন রাণী কৌশল্যার পুত্র। কিন্তু পুত্র রামের আগে মা কৌশল্যাও কন্যা শান্তার জন্ম দেন। শান্তা চার ভাইয়ের মধ্যে বড় এবং চারু ও কারুকলায় পারদর্শী ছিলেন। শান্তাও খুব সুন্দর ছিল। কিন্তু রামায়ণে শান্তার উল্লেখ না হওয়ার পেছনে একটি বিশেষ কারণ ছিল।

পৌরাণিক কাহিনি অনুসারে,  রাজা দশরথ ও রাণী কৌশল্যার কন্যা হলেন শান্তা। কিন্তু তিনি পরিবারের সঙ্গে বেশিদিন থাকেননি। যার কারণে রামায়ণে এই চরিত্রের কোনও উল্লেখ নেই। তবে এর পেছনেও রয়েছে কারম। কাহিনি অনুসারে, রানী কৌশল্যার বড় বোন বর্ষিণী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। শান্তার জন্মের পর, তিনি একবার তার বোন কৌশল্যার সঙ্গে দেখা করতে আসেন। তারপর শান্তার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন বলল, ছোট্ট মেয়েটি অতি সুন্দর, তাঁকে দত্তক নেওয়া উচিত। এমন কথা শুনে রাজা দশরথ তাকে নিজ কন্যা হিসেবে দত্তক দেওয়ার কথা ভাবেন। দশরথ প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই কথা পালন করেননি, এমন কাজ কখনও হয়নি। প্রতিশ্রুতি রক্ষা করতে বর্ষিণীকে দত্তক হিসেবে গ্রহণ করেন।

শৃঙ্গী ঋষির সাথে বিয়ে হয়েছিল

কাহিনি অনুসারে, রামচ্ন্দ্রের বড় দিদির সঙ্গে শৃঙ্গী ঋষির সঙ্গে বিয়ে হয়েছিলে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের কুল্লুতে শৃঙ্গী ঋষির একটি মন্দির রয়েছে যেখানে ঋষি শ্রৃঙ্গি ও রামের বোন শান্তার একসঙ্গে পূজা করা হয়।