Rath Yatra 2023: আর মাত্র তিনদিন! রথযাত্রায় বাড়িতেই করুন এইভাবে জগন্নাথদেবের পুজো , মিলবে অনেক আশীর্বাদ
Lord Jagannath At Home: রথের দিন রথ ও জগন্নাথ-সুভদ্রা-বলরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে। রয়েছে বিশেষ কিছু রীতি-নীতি। প্রথমে একটি মঞ্চে বা বেদিতে জগন্নাথদেবকে পুজো করা হয়।

সব কিছু শুভ হোক, সকলের মঙ্গল হয়, সেই প্রার্থনা নিয়েই বাড়ির অধিষ্ঠিত ঈশ্বরকে আরাধনা করেন সকলে। বাড়িতে রোজকার পুজো বা শুভকাজে পুজো করার সময় ভক্তিভরে , আয়োজন করে সঠিক নিয়ম মেনে মনপ্রাণ দিয়ে ঈশ্বরের বন্দনা করা হয়। তেমনি রথযাত্রাতেও জগন্নাথদেবেরও পুজো করা আবশ্যিক। রথযাত্রা করার আগে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো করা হয় বিশেষ নিয়মে। বাড়িতে জগন্নাথদেবের মূর্তি বা ছবি রেখে পুজো করা যেতে পারে। এদিন জগন্নাথের আরাধনা করা হলে শ্রীবৃদ্ধি ঘটে ও প্রচুর আশীর্বাদ পাওয়া যায়।
রথের দিন রথ ও জগন্নাথ-সুভদ্রা-বলরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে। রয়েছে বিশেষ কিছু রীতি-নীতি। প্রথমে একটি মঞ্চে বা বেদিতে জগন্নাথদেবকে পুজো করা হয়। এমন বেদি কিনুন বা রাখুন যে ঘরের যেকোনও কোণ থেকে তিনদেব-দেবীকে দেখতে পাওয়া যয়। বাড়ির বসার ঘরে পুজোর আয়োজন করতে পারেন।
জগন্নাথদেবের পুজোর আয়োজন খুব সহজ। বেশি ঝামেলা নেই। গঙ্গাজল-সহ একটি ঘটি, ঘি. প্রদীপ, ধূপ, গোলাপজল মিশিয়ে একটি শঙ্খ, রুমালের মতো কাপড়, জবা ফুল ছাড়া অন্য সুগন্ধি ফুল, ময়ূরের পেখম, চামড়, ঘণ্টা। পুজোর আগে প্রভু জগন্নাথকে স্নান করিয়ে ঘন্টা বাজিয়ে ভালো করে শুকিয়ে নিন। এরবার ধূপ জ্বালিয়ে ৭ বার আরতি করুন। বলভদ্র, সুভদ্রাকেও একইভাবে প্রস্তুত করুন। ঘরের মধ্যে প্রচুর ধূপ জ্বালিয়ে রাখলে জগন্নাথদেব খুব খুশি হোন। কারণ, সুগন্ধি জগন্নাথদেবের খুব প্রিয়। এরপর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে নিবেদন করুন।
প্রদীপ দিয়ে আরতি করার সময় জগন্নাথদেবের মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করুন। মাঝে পেটের কাছে ঘুরিয়ে আরতি করতে পারেন। প্রথমে তিনবার. তারপর সাতবার ঘুরিয়ে আরতি করুন। মনে রাখবেন যেকোনও দেবদেবীকে আরতি করার সময় সর্বদা ঘড়ির কাঁটার দিকেই ঘুরিয়ে করতে হবে। বলভদ্রের সাথে এবং সবশেষে সুভদ্রা এবং সুদর্শন চক্রের সঙ্গেও এইভাবে আরতি করতে পারেন।
পুজো করা শেষ হলে আরতির থালা বা পাত্রটি আগুনের স্পর্শ কপালে ও চোখে দিন। এরপর জলভর্তি শঙ্খ নিয়ে দেবতাদের মাথার উপরে ও শরীরের চারপাশে সাতবার ঘুরিয়ে নিতে হবে। এবার ছোট পাত্রে শঙ্খ থেকে খানিকটা জল ঢেলে দিন। ওই শঙ্খ দিয়েই জগন্নাথদেবকে স্নান করাতে পারেন। মূর্তিগুলিকে স্নান করার পরে, ছোট পাত্রে জমে থাকা পবিত্র জল নিজের এবং আপনার পরিবারের সদস্যদের উপর ছিটিয়ে দিন।
জগন্নাথদেবের গায়ে লেগে থাকে জল মোছানোর জন্য শুকনো কাপড় ব্য়বহার করুন। সিল্কের কাপড় দিয়ে মূর্তিগুলিকে শুকিয়ে নিতে পারেন। নি.ম মেনে জগন্নাথদেবকে সাতবার মুছতে হবে।
ভগবান জগন্নাথকে ফুল অর্পণ করার আগে প্রথমে ঘড়ির কাঁটার দিকে করে প্রায় ৭ বার ঘুরিয়ে পুষ্পারতি করতে হবে। বলরাম ও সুভদ্রাকেও একই নিয়মে পুষ্পারতি করতে হবে। যে ফুল দিয়ে আরতি করেছেন, সেই ফুল মূর্তিগুলির পায়ে রেখে দিন। এরপর চামর দিয়ে জগন্নাথদেবের চারপাশে সাতবার উপর ও নীচ করে হাওয়া দিতে হবে। এরপর ময়ূরের পেখম দিয়ে জগন্নাথদেবকে হাওয়া করতে পারেন।
আরতি করার পর জগন্নাথদেবের স্তোত্র পাঠ করা উচিত। পরিবারের সঙ্গে বসে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। হাততালি গিয়ে জগন্নাথদেবের ভক্তিকে ডুব দিতে পারেন। শ্রীকৃষ্ণ হলেন ভগবান জগন্নাথের আরেকটি অবতারের অন্য রূপ। তাই কৃষ্ণমন্ত্র জপলে সকলের মঙ্গল হয়।
আদর্শ স্তোত্র হবে আদি শঙ্করাচার্যের জগন্নাথষ্টক স্তোত্র জপতে পারেন। সুন্দর করে ছন্দ ও সঙ্গীত করে পাঠ করা উচিত।
