AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astro Tips: দিনের এই সময় মা লক্ষ্মী প্রবেশ করেন বাড়িতে, জ্যোতিষশাস্ত্র বলছে তখন ভুলেও করবেন না এই কাজ

মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য অনেকে ভক্তিভরে লক্ষ্মীর পাঁচালি পড়েন। জানেন কি দিনের কোন সময় কোনও ব্যক্তির বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন? জ্যোতিষশাস্ত্রে এর উল্লেখ রয়েছে।

Astro Tips: দিনের এই সময় মা লক্ষ্মী প্রবেশ করেন বাড়িতে, জ্যোতিষশাস্ত্র বলছে তখন ভুলেও করবেন না এই কাজ
দিনের এই সময় মা লক্ষ্মী প্রবেশ করেন ঘরে, জ্যোতিষশাস্ত্র বলছে...Image Credit: Pinterest
| Updated on: Aug 30, 2025 | 9:46 PM
Share

মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী। তিনি যে বাড়িতে বিরাজ করেন, সেখানে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। সকলে বিশ্বাস করেন, যে সকল ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপা থাকে, তাদের বাড়িতে কোনও পরিস্থিতিতে ঝগড়া হয় না, অর্থকষ্ট হয় না। সারাক্ষণ সেই বাড়িতে ইতিবাচক প্রভাব থাকে। মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য অনেকে ভক্তিভরে লক্ষ্মীর পাঁচালি পড়েন। জানেন কি দিনের কোন সময় কোনও ব্যক্তির বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন? জ্যোতিষশাস্ত্রে এর উল্লেখ রয়েছে।

আসলে জ্যোতিষশাস্ত্র বলছে, সন্ধেবেলা মা লক্ষ্মী তাঁর ভক্তের বাড়িতে প্রবেশ করেন। বিশেষ করে সূর্যাস্তের পর লক্ষ্মী ঠাকুর কারও ঘরে প্রবেশ করেন। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, দিনের যে সময় মা লক্ষ্মী কোনও ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন, সেই সময় বেশ কিছু জিনিস কোনও ভাবেই করা উচিত নয়। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল —

  • লক্ষ্মী দেবী যখন বাড়িতে প্রবেশ করেন, সেই সময় মূল দরজা কিছুক্ষণের জন্য খোলা রাখা উচিত। এটিকে সবসময় শুভ বলে মনে করা হয়।
  • অনেকের বিশ্বাস যে বাড়িতে সন্ধেতে আলো জ্বলে না, চারিদিক অন্ধকারাচ্ছন্ন থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী যান না। যার ফলে নিজের বাড়ির প্রতিটি কোণায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। আলো থাকে যে বাড়িতে, তা দেখে মা লক্ষ্মী খুশি হন।
  • এমনটা অনেকে বিশ্বাস করেন, যে বাড়ির মূল দরজার কাছে আলো জ্বালানো থাকে, মা লক্ষ্মীর নজর সেদিকে আগে যায়। এ কাজ শুভ বলে মনে করা হয়। যার ফলে দেখা যায় অনেকে বাড়ির মূল দরজার কাছে এবং বাড়ির মন্দিরে বা ঠাকুরঘরে ঘি বা তেলের প্রদীপও জ্বালান।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।