AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copper Sun Benefits: কর্মজীবনে সাফল্য আর আয় বাড়বে তরতরিয়ে, বাস্তুমতে ঘরে এ ভাবে রাখুন তামার সূর্যমূর্তি

Benefits And Importance: তামার সূর্যমূর্তি ঘরে কোথায় স্থাপন করা উচিত, এতে কী কী উপকার পেতে পারেন, তা জেনে নিন...

Copper Sun Benefits: কর্মজীবনে সাফল্য আর আয় বাড়বে তরতরিয়ে, বাস্তুমতে ঘরে এ ভাবে রাখুন তামার সূর্যমূর্তি
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 7:00 AM
Share

মেলা, দোকানে কিংবা নামী-দামি দোকান থেকে তামার তৈরি সূর্যমূর্তি অনেকেই কিনে থাকেন। কিন্তু ঘরের কোথায় সেই জিনিসটি রাখবেন, তা নিয়ে কেউই চিন্তা করেন না। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই তামার সূর্যমূর্তিও ঘরের শ্রীবৃদ্ধি করতে সাহায্য করে। বাস্তু মতে, তামার তৈরি সূর্যসূর্যকে ঘর থেকে নেতিবাচকতা দূর করার অন্যতম প্রধান বাস্তু প্রতিকার হিসাবে বিবেচনা করা হয়। তামার তৈরি সূর্যের চিত্র বাস্তুমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ঘরে সঠিক স্থানে তামার সূর্য রাখলে ঘর থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়। কপার সান ইতিবাচক প্রভাব বাড়ায় ও ক্ষতিকর প্রভাবগুলিকে দূরে সরিয়ে রাখে। তামার সূর্যমূর্তি ঘরে কোথায় স্থাপন করা উচিত, এতে কী কী উপকার পেতে পারেন, তা জেনে নিন…

– ঘরে তামার তৈরি একটি সূর্য মূর্তি রাখলে, এটি পুরো বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করে।

– বাস্তুর নিয়ম অনুযায়ী তামার তৈরি সূর্য মূর্তি বাড়ি হোক বা অফিস, সব জায়গায়তেই সমান সম্মান পাওয়া যায়।

– তামার সূর্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যে কোনও রাশির জাতকদের সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। বলা হয় যে তামার সূর্যের আকর্ষণের এত শক্তিশালী শক্তি রয়েছে যে, প্রভাবশালী ব্যক্তিত্বের লোকদের আকর্ষণ করে।

– যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য তামার সূর্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। সূর্যকে নিজের ঘরে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হয়। অনেক নাম ও খ্যাতি অর্জন করা যায়।

– ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা বা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবশ্যই বাড়িতে তামার সূর্য স্থাপন করা উচিত।

ঘরে কোথায় রাখবেন

– আপনার বাড়ির পূর্ব দিকে যদি কোনও জানালা বা কোনও পথ না থাকে তবে পূর্ব দেওয়ালে একটি তামার সূর্য মূর্তি রাখতে পারেন। এর মাধ্যমে বড় ধরনের ত্রুটি দূর হয়। এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে, বাড়িতে বসবাসকারী মানুষের সম্পর্ককে আরও গাঢ় করে তোলে।

– মূল দরজা যদি পূর্ব দিকে থাকে তাহলে দরজার বাইরের দিকে তামার সূর্য রাখলে আপনার বাড়িতে ধন-সম্পদ আকৃষ্ট হয়। ঘরে প্রবেশের সময় এই সূর্যকে দেখতে হবে।

– অফিসে পূর্ব দেয়ালে তামার সূর্য টাঙিয়ে রাখলে কর্মজীবনে উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য পাবেন।

তামার সূর্য মূর্তি কেরিয়ারের জন্য কতটা উপকারী

বিশ্বাস করা হয় যে যদি সরাসরি সূর্যের রশ্মির সামনে দাঁড়াতে না পারেন, তাহলে তামার সূর্য থেকে আসা শক্তির সুবিধা পেতে পারেন। অফিসে বা বাড়িতে যে কোনও জায়গায় স্থাপন করতে পারেন। তামার সূর্য থেকে আমরা যে শক্তি পাই তা আমাদের কর্মজীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং সঠিক পথ দেখায়।