Aquarium at home: বাড়ির অ্যাকোরিয়ামে কটা মাছ রাখা সবচেয়ে শুভ? জানুন বাস্তু টিপস
Vastu Rules: বাস্তু মতে, বাড়িতে মাছের অ্যাকোরিয়াম থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মাছ হল শুভ ও পজিটিভিটির প্রতীক, বাড়িতে থাকলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। ঘরে থাকা সব নেগেটিভি শক্তি দূর করতে সাহায্য করে। কিন্তু জানেন কি মাছের অ্যাকোয়ারিয়াম রাখার সঠিক দিক কোনটি? অ্যাকোয়ারিয়ামে কতগুলি মাছ রাখা শুভ, তা জেনে নেওয়া উচিত।

ঘরের ভিতর এমন অনেক বস্তু থাকে, যেগুলি আমাদের বেশ পছন্দের, আবার পছন্দের নয়। ফলে কখনও সাজিয়ে, যত্নে রাখি, আবার পছন্দের নয়, অপ্রয়োজনীয় জিনিসগুলি বাড়ির এক প্রান্তে রেখে দিই। বাস্তুঅনুসারে, বাড়ির সমস্ত জিনিসপত্রই শুভ বা অশুভের প্রতীক। আর সেই অশুভ ও শুভ প্রভাব পড়ে পরিবারের উপরই। তার মধ্যে, ঠাকুরের জায়গা, ঠাকুরের ছবি, জলের জায়গা থেকে শুরু করে বাগান কোন দিকে হওয়া উচিত, তেমনি বাড়িতে অ্যাকোরিয়াম রাখার সঠিক জায়গা, তাতে কটা মাছ রাখা উচিত তাও গুরুত্বপূর্ণ। বাস্তু মতে, বাড়িতে মাছের অ্যাকোরিয়াম থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মাছ হল শুভ ও পজিটিভিটির প্রতীক, বাড়িতে থাকলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। ঘরে থাকা সব নেগেটিভি শক্তি দূর করতে সাহায্য করে। কিন্তু জানেন কি মাছের অ্যাকোয়ারিয়াম রাখার সঠিক দিক কোনটি? অ্যাকোয়ারিয়ামে কতগুলি মাছ রাখা শুভ, তা জেনে নেওয়া উচিত।
অ্যাকোয়ারিয়ামে কয়টি মাছ থাকা উচিত?
ফিশ অ্যাকোয়ারিয়ামে কম-বেশি মাছ রাখবেন না। বাস্তু অনুসারে, অ্যাকোয়ারিয়ামে ৯টি মাছ রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যার মধ্যে ৮টি কমলা ও একটি কালো মাছ রাখা উচিত।
অ্যাকোয়ারিয়াম কোন দিকে রাখবেন?
ফিশ অ্যাকোয়ারিয়াম রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা হিসেবে ধরা হয় উত্তর-পূর্ব দিক। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির এদিকে মাছের অ্যাকোয়ারিয়াম রাখলে ঘরে শান্তি বজায় থাকে, মানসিক চাপের পরিবেশও দূর হয়।
মাছ রাখা কি শুভ?
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ থাকলে, জীবনে শুধুই ইতিবাচক ও শুভ দিকগুলি প্রকাশ পায়। প্রতিটি পদে পদে সাফল্য মিলতে পারে। সৌভাগ্য বয়ে আনতে বাড়িতে একটি মাছের অ্যাকোয়ারিয়ামও রাখতে পারেন।
কোন কোন জায়গায় ফিশ অ্যাকোয়ারিয়াম রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত নয়। এছাড়া শোওয়ার ঘরে বা বেডরুমে কখনও রাখা উচিত নয়। এসব জায়গায় অ্যাকোয়ারিয়াম রাখলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত নয়। আয়ের ক্ষতি হয় তাতে। তাই বাড়ির দক্ষিণ দিকে অ্যাকুরিয়াম রাখবেন না।
