Vastu Tips: আর্থিক অবস্থা মানসিক চাপ বাড়িয়ে তুলছে? বাড়ির এই কোণে মোমবাতি জ্বালান

Candle Vastu Tips: বাস্তু শাস্ত্রে আর্থিক অবস্থা উন্নতির জন্য নানা উপায় বলা রয়েছে। জানেন কি মোমবাতিও আপনার জীবনে অর্থের বৃষ্টি করতে পারে।

Vastu Tips: আর্থিক অবস্থা মানসিক চাপ বাড়িয়ে তুলছে? বাড়ির এই কোণে মোমবাতি জ্বালান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 6:31 AM

আমরা প্রত্যেকেই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি চাই। কিন্তু সেটা যে সব সময় পাই কিংবা পাওয়া যে সম্ভব, তা কিন্তু নয়। জীবনে চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসে। সেগুলোকে সঙ্গে নিয়েই জীবনে এগিয়ে যেতে হয়। কিন্তু কখনও কখনও এখনও মারাত্মক পরিস্থিতি তৈরি হয় যে বুঝে ওঠা যায় না কী ভাবে তার মোকাবিলা করা উচিত। বিশেষত যদি এমন সমস্যা আর্থিক ক্ষেত্রে দেখা দেয়। লক্ষ্মী লাভের জন্য নানা ধরনের কাজ করতে হয়। কিন্তু বাস্তু শাস্ত্র মতে যদি বাড়ি সাজানো যায় তাহলে জীবনে লক্ষ্মীর আশীর্বাদ মেলে।

বাস্তু শাস্ত্রে আর্থিক অবস্থা উন্নতির জন্য নানা উপায় বলা রয়েছে। যেমন ঘরের রঙ কেমন হবে, ঠাকুরঘর বাড়ির কোন স্থানে থাকবে, বাড়িতে কোন কোন গাছ লাগালে সমৃদ্ধি আসবে ইত্যাদি। কিন্তু জানেন কি মোমবাতিও আপনার জীবনে অর্থের বৃষ্টি করতে পারে। হ্যাঁ, ঠিকই পড়লেন। আর্থিক অবস্থা উন্নত করতে পারে মোমবাতি। মোমবাতি জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে কীভাবে আপনার ভাগ্য বদলাবে, চলুন জেনে নেওয়া যাক…

আর্থিক সমস্যা দূর করার জন্য বাস্তু শাস্ত্রে নানা ধরনের উপায় উল্লেখ রয়েছে। তার মধ্যে সবচেয়ে অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব, তা কিন্তু নয়। তবে এমনও কিছু বিষয় রয়েছে যা উপেক্ষা করলে জীবনে চরম অবনতি নেমে আসতে পারে। তাই সহজ কিছু নিয়ম আপনি পালন করতে পারেন। একই ভাবে মোমবাতি জ্বালালে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কিন্তু মোমবাতি জ্বালানোরও বেশ কিছু পদ্ধতি বা নিয়ম আছে। সঠিক নিয়ম মেনে মোমবাতি জ্বালালে জীবন থেকে আর্থিক কষ্ট দূর হতে পারে।

বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকে মোমবাতি জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অবশ্যই লাল রঙের মোমবাতি জ্বালাবেন। এতে পরিবারের মঙ্গল হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন হয়।

সংসারে বিবাদ, অশান্তি লেগে রয়েছে? এই ধরনের বিষয় তখনই ঘটে যখন বাড়ির মধ্যে নেতিবাচক শক্তি বাস করে। এই ক্ষেত্রেও মোমবাতি খুবই সহায়ক। বাস্তু শাস্ত্রের মতে, মোমবাতি জ্বালালে বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এর জন্য আপনাকে বাড়ির দক্ষিণ-পশ্চিম অর্থাৎ আগ্নেয় কোণে মোমবাতি জ্বালাতে হবে। হলুদ কিংবা গোলাপি রঙের মোমবাতি ব্যবহার করুন। এই রঙ শুভ। এতে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালবাসা গড়ে ওঠে।

আর্থিক সমস্যা মানসিক চাপও ডেকে আনে। যদিও মানসিক চাপ বৃদ্ধি হওয়ার আরও কারণ থাকতে পারে। কিন্তু সমাধান সাদা মোমবাতি। বাড়ির উত্তর-পশ্চিম কোণে সাদা রঙের মোমবাতি জ্বালান। এতে মানসিক শান্তি ফিরে পাবেন।