AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samudra Shastra: শরীরে আনাচে কানাচে তিলের ছড়াছড়ি, কোনটি কীসের লক্ষণ জানেন?

Moles in Body: সমুদ্র শাস্ত্র অনুযায়ী, শরীরের বিভিন্ন জায়গায় তিলের নানা অর্থ রয়েছে। কপাল, ঠোঁট, নাক এবং শরীরের অন্যান্য অংশে তিলের (Mole) আলাদা আলাদা লক্ষণ রয়েছে।

Samudra Shastra: শরীরে আনাচে কানাচে তিলের ছড়াছড়ি, কোনটি কীসের লক্ষণ জানেন?
Samudra Shastra: শরীরে আনাচে কানাচে তিলের ছড়াছড়ি, কোনটি কীসের লক্ষণ জানেন? Image Credit: Meta AI
| Updated on: Jan 20, 2025 | 7:47 PM
Share

কোনও নারী বা পুরুষের সৌন্দর্য্য অনেক গুণ বাড়িয়ে দেয় ছোট্ট একটি তিল। শরীরে তিলের অবস্থান এবং আকার অনুযায়ী জ্যোতিষ শাস্ত্রে নানা ভবিষ্যৎবাণী করা হয়। এই ধারণাকে সামুদ্রিক শাস্ত্র বা সমুদ্র শাস্ত্র বলা হয়। সেই সমুদ্র শাস্ত্র অনুযায়ী, শরীরের বিভিন্ন জায়গায় তিলের নানা অর্থ রয়েছে। কপাল, ঠোঁট, নাক এবং শরীরের অন্যান্য অংশে তিলের (Mole) আলাদা আলাদা লক্ষণ রয়েছে। এক ঝলকে জেনে নিন শরীরের কোন জায়গায় তিল থাকলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়।

মুখমন্ডল—

  • কপালের মাঝে: এখানে তিল থাকলে সেই ব্যক্তি ধনী এবং সুখী হন।
  • ঠোঁটের উপরে: এই জায়গায় তিল থাকলে ওই ব্যক্তি সাহসী এবং সফল হন।
  • নাকের ডগায়: এখানে তিল থাকলে সেই ব্যক্তি ভাগ্যবান এবং সুখী হয়।

হাত—

  • হাতের তালু: এখানে তিল থাকা ব্যক্তি ধনী হন। এবং তাঁর হাতে সব কাজ সফল হয়।
  • হাতের আঙুলের গোড়ায়: এখানে তিল থাকা মানে সেই ব্যক্তি সৃজনশীল এবং প্রতিভাবান হযন।

শরীরে আরও বিভিন্ন অংশে তিল থাকলে তা কীসের লক্ষণ—

  1. পায়ের পাতা: পায়ের পাতায় তিল থাকলে সেই ব্যক্তি ভ্রমণপ্রিয় এবং সাহসী হয়।
  2. কান: কানে তিল থাকলে ব্যক্তি বুদ্ধিমান এবং সুখী হন।
  3. গলা: গলায় তিল থাকলে ব্যক্তি সুন্দর কণ্ঠস্বরের অধিকারী হন।
  4. পেট: পেটে তিল থাকলে সেই ব্যক্তি খাদ্যপ্রিয় এবং সুখী হয়।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা সমুদ্র শাস্ত্র থেকে প্রাপ্য তথ্য থেকে নেওয়া। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।