Rath Yatra 2023: এ বছর রথযাত্রা কবে? প্রতি বছর কেন পালিত হয়, জানেন না ৯০ শতাংশ
Jagannath Temple: হিন্দুদের বিশ্বাস যে জগন্নাথ রথযাত্রায় অংশ নিলে জীবনের যাবতীয় দুঃখ দূর হয়। জীবনে নেমে আসে অপার সুখ ।

ভারতের চার পবিত্র ও গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে ওড়়িশার পুরীর জগন্নাথ মন্দির অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসে বিশাল রথযাত্রার আয়োজন করা হয়। হিন্দু ধর্ম অনুসারে, মন্দিরে উপবিষ্ট ভগবান জগন্নাথ আদতে বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণের রূপ বলে মনে করা হয়। জগন্নাথ মানে জগতের প্রভু। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে রথযাত্রা শুরু হয়। আর শুক্লপক্ষের ১১দিন পর জগন্নাথের ফের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই যাত্রা শেষ হয়। যা উল্টো রথ নামে বিখ্যাত। প্রতি বছর এই রথযাত্রায় ভক্তদের ব্যাপক ভিড় চোখে পড়ে। দেশ-বিদেশের মানুষ এই যাত্রায় সামিল হোন।হিন্দুদের বিশ্বাস যে জগন্নাথ রথযাত্রায় অংশ নিলে জীবনের যাবতীয় দুঃখ দূর হয়। জীবনে নেমে আসে অপার সুখ । এ বছর কবে থেকে শুরু হচ্ছে জগন্নাথ রথযাত্রা ও এর গুরুত্ব কী, তা জানেন?
রথযাত্রা কবে শুরু হবে?
এ বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ১৯ জুন সকাল ১১টা ২৫ মিনিটে। ২০ জুন রাত ১টা ৭ মিনিটে সমাপ্তি হবে এই বিশেষ তিথির। উদয় তিথি অনুযায়ী, ২০জুন, মঙ্গলবার জগন্নাথ- সুভদ্রা -বলরামের রথযাত্রা বের করা হবে।রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এরপর আষাঢ় শুক্লপক্ষের দশমী তিথিতে তিনজনকেই নিজ নিজ স্থানে ফিরিয়ে আনা হবে।
কেন জগন্নাথ রথযাত্রার আয়োজন করা হয়?
প্রতি বছর আষাঢ় মাসে, শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে, ভগবান জগন্নাথ, বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রার সঙ্গে মাসির (গুন্ডিচা) বাড়িতে যান। এ দিন তিনটি ভিন্ন রথে দেবতাদের নিয়ে যাত্রা শুরু হয়। এরপর তিনজনকেই রথযাত্রার মাধ্যমে তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়।





