Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Shivratri 2025: এই রঙের পোশাক পরলেই খুশি হন মহাদেব, বাবার মাথায় জল ঢালার আগে জেনে নিন ‘গোপন’ নিয়ম!

দুধ, মধু, জল বেলপাতা নিবেদন করে শিবপুজোর চলের কথা কমবেশি সকলেই জানেন। কিন্তু মহাশিবরাত্রিতে পুজোর সময় এবং উপোস ভাঙার পর কোন পোশাক পরা উচিত, তা অনেকেই জানেন না।

Maha Shivratri 2025: এই রঙের পোশাক পরলেই খুশি হন মহাদেব, বাবার মাথায় জল ঢালার আগে জেনে নিন 'গোপন' নিয়ম!
Maha Shivratri 2025: এই রঙের পোশাক পরলেই খুশি হন মহাদেব, বাবার মাথায় জল ঢালার আগে জেনে নিন 'গোপন' নিয়ম!Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 26, 2025 | 6:45 PM

সারাদেশ জুড়ে আজ, ২৬ ফেব্রুয়ারি মহাধুমধাম করে পালিত হচ্ছে মহাশিবরাত্রি (Maha Shivratri)। মহাদেবের ভক্তরা আজকের বিশেষ দিনে উপোস করে ব্রত পালন করেন। এ দিন ভোলেবাবার মাথায় জল ঢালেন ব্রতীরা। এই দিনে মহাদেবের মন্দিরে ভক্তের ভিড় থিকথিক করে। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ঢেলে পুজো করেন শিব ভক্তরা। এবং তাঁরা বাবার মাথায় জল ঢালার সময় মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রার্থনা করেন। দুধ, মধু, জল বেলপাতা নিবেদন করে শিবপুজোর চলের কথা কমবেশি সকলেই জানেন। কিন্তু এই দিন পুজোর সময় এবং উপোস ভাঙার পর কোন পোশাক পরা উচিত, তা অনেকেই জানেন না।

মহাশিবরাত্রিতে কী রঙের পোশাক পরবেন?

কথিত আছে, শুদ্ধচিত্তে মহাদেবের পুজো করতে হয়। ধর্মীয় বিশ্বাস এদিন শিবের প্রিয় ফল, ফুল নিবেদন করা উচিত। এও বলা হয় যে, এমন বিশেষ দিনে মহাদেবের পছন্দের রঙের পোশাক পরলে ভালো ফল মেলে। ধর্মীয় রীতি নীতি মেনে এদিন পুজোর সময় কোন পোশাক পরবেন জেনে নিন। ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্রমতে, মহাদেব সবুজ রং ভীষণ পছন্দ করেন। ফলে এ দিন সবুজ পোশাক পরে মহাদেবের পুজো করা হলে তা খুব শুভ বলে মনে করা হয়। এ ছাড়া মহাশিবরাত্রির মতো পবিত্র উৎসবে পুজো করার জন্য নীল, লাল, হলুদ, গোলাপি, কমলা এবং সাদা রঙের পোশাকও পরতে পারেন। অনেকেই বলেন, নীল রঙ মহাদেবের বেশ প্রিয়। তিনি সমুদ্রমন্থনের সময় বিষপান করেছিলেন বলে, তাঁকে নীলকণ্ঠও বলা হয়।

এই খবরটিও পড়ুন

মহাশিবরাত্রিতে কোন রঙের পোশাক পরবেন না?

মহাশিবরাত্রিতে পুজো করার সময় মহাদেবের সামনে কখনও কালো রঙের পোশাক পরা একেবারেই উচিত নয়। কালো রঙের পোশাক নেতিবাচক শক্তি আকর্ষণ করে। তাই এই রঙের পোশাক পরে মহাদেবের পুজো করলে কোনও ফল পাওয়া যায় না।

মহাশিবরাত্রিতে কেমন পোশাক পরতে পারেন?

শুধু মহাশিবরাত্রিতেই নয়, যে কোনও ধর্মীয় আচার কিংবা শুভ অনুষ্ঠানের সময় ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এবং হিন্দুধর্ম মতে পুরুষদের ধুতি-কুর্তা এবং মহিলাদের শাড়ি পরা উচিত। তবে সিল্ক বা জর্জেটের পোশাক বেছে নেবেন না। সুতির পোশাক বেছে নিতে পারেন। মহাশিবরাত্রিতে অবিবাহিত মহিলারা শাড়ি ছাড়া চুড়িদার এবং কুর্তি পরতে পারেন।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।