AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips for Hibiscus flower: বাড়িতে এক জবা ফুলেই কাটবে সব বিপদ! চুম্বকের মত আসবে টাকা-পয়সা

Hibiscus Flower: বাঙালির বাড়িতে, তুলসী গাছ ছাড়া জবা গাছ, শিউলি গাছে, নয়নতারা গাছ তো দেখা যাবেই। তবে জবা ফুল গাছ বেশ জনপ্রিয়। বাস্তুশাস্ত্র অনুসারে, জবা ফুল বাড়িতে থাকলে মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। তাতে ঘরে আসবে হু হু করে অর্থ। কেটে যাবে ঋণের বোঝা, সঙ্কট, সমস্যা... সবকিছু। বাড়িতে যদি জবা গাছ লাগানোর প্ল্যান থাকে বা ইতোমধ্যেই গাছটি রয়েছে, তাহলে মেনে চলুন সঠিক বাস্তুটিপস।

Vastu Tips for Hibiscus flower: বাড়িতে এক জবা ফুলেই কাটবে সব বিপদ! চুম্বকের মত আসবে টাকা-পয়সা
ছবি সৌজন্যে- আইস্টক
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 3:45 PM
Share

বাড়িতে ফুল গাছ লাগানো অনেকেরই পছন্দের। পাঁচিলের গায়ে, ছাদের উপর, লবির চারিপাশে সুুন্দর সুন্দর ফুলের গাছ বসানো, পরিচর্চা করা-সব কিছুই নিজের শখ পূরণ করেন। কিন্তু এখন প্রায় অধিকাংশই থাকেন ফ্ল্যাটের টার দেওয়ালের গণ্ডির ভিতরে। তাই ব্যালকনি ছাড়া নিঃশ্বাসের জায়গা থাকে না। তবুও ফুল গাছের শখ যাদের রয়েছে, তাদের কাছেরয়েছে বিশেষ কিছু ফুল গাছ। যার মধ্যে জবা ফুল অন্যতম। বাঙালির বাড়িতে, তুলসী গাছ ছাড়া জবা গাছ, শিউলি গাছে, নয়নতারা গাছ তো দেখা যাবেই। তবে জবা ফুল গাছ বেশ জনপ্রিয়। বাস্তুশাস্ত্র অনুসারে, জবা ফুল বাড়িতে থাকলে মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। তাতে ঘরে আসবে হু হু করে অর্থ। কেটে যাবে ঋণের বোঝা, সঙ্কট, সমস্যা… সবকিছু। বাড়িতে যদি জবা গাছ লাগানোর প্ল্যান থাকে বা ইতোমধ্যেই গাছটি রয়েছে, তাহলে মেনে চলুন সঠিক বাস্তুটিপস। বাড়ির কোন দিকে বসালে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে, এর বিশেষ গুরুত্ব অনুযায়ী কী কী উপকার পেতে পারেন, তা জেনে নিন এখানে…

কোনদিকে জবা ফুলের গাছ লাগাবেন?

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির সর্বোত্তম দিকে জবা ফুলের গাছ লাগালে  অনেক উপকার পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে, লাল রঙের জবা ফুল বাড়ির পূর্ব দিকে পুঁততে পারেন। তাতেই মিলবে সুফল।

বাস্তুমতে কী কী উপকার পেতে পারেন…

-ধর্মমতে, দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি ফুল হল জবা ফুল। পুজো করার সময় দেবী লক্ষ্মীকে লাল রঙের জবা ফুল নিবেদন করা উচিত। কথিত আছে, তাতে পরিবারে কোনও আর্থিক সংকটেক ছায়া না পডে। বাড়িতে সঞ্চিত অর্থেরও কোনও অভাব থাকবে না।

-যদি রাশিতে সূর্যের অবস্থান দুর্বল হয়, তাহলে ঘরে অবশ্যই জবা ফুলের গাছ লাগাতে পারেন। বিশ্বাস অনুসারে,এই প্রতিকার মেনে চললে রাশিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়।

-পরিবারের সদস্যদের মধ্যে রোজকার অশান্তি ও ঝামেল থেকে মুক্তি পেতে চান. তাহলে বাড়িকে জবা ফুল লাগাতে পারেন। তাতে ঘরের মধ্যে পজিটিভ শক্তি প্রবেশ করে। সর্বদা সুখ-শান্তি বজায় থাকে।

– যদি ব্যবসায় কোনও সমস্যার সম্মুখীন হন,তাহলে বাড়িতে অবশ্যই লাল জবা ফুলের গাছ লাগাতে পারেন। প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত। সেই গাছে সঠিক উপায়ে পরিচর্চা করতে হবে। তাতেই ব্যবসায় মিলবে সাফল্য, নানা বাধা কাটিয়ে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি।