AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন্দ কপাল! মকর সংক্রান্তিতেই কোন কোন রাশির বদলে যাবে ভাগ্য়?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। 'মকর' মানে মকর রাশি এবং 'সংক্রান্তি' মানে এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়া। এই দিন সূর্য যাত্রা শুরু করে উত্তর গোলার্ধে , ফলে দিন বড় ও রাত ছোট হয়। মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে পরবর্তী ছয় মাস সূর্যের উত্তরায়ণ চলে। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় তারপর থেকে। উত্তরায়ণে সূর্য আসে উত্তর গোলার্ধের কাছাকাছি ।

মন্দ কপাল! মকর সংক্রান্তিতেই কোন কোন রাশির বদলে যাবে ভাগ্য়?
| Updated on: Jan 08, 2026 | 6:44 PM
Share

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। পিঠেপুলি,পাটিসাপটা বানানোর তোড়জোড় করছেন চুটিয়ে ? তবে জানেন কি এবার মকরসংক্রান্তিতে বদলে যেতে পারে আপনার ভাগ্য! প্রথমেই জেনে নিন কেন পালন করা হয় মকরসংক্রান্তি ?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। ‘মকর’ মানে মকর রাশি এবং ‘সংক্রান্তি’ মানে এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়া। এই দিন সূর্য যাত্রা শুরু করে উত্তর গোলার্ধে , ফলে দিন বড় ও রাত ছোট হয়। মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে পরবর্তী ছয় মাস সূর্যের উত্তরায়ণ চলে। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় তারপর থেকে। উত্তরায়ণে সূর্য আসে উত্তর গোলার্ধের কাছাকাছি ।

এই উৎসবের মাধ্যমে বসন্তকে আগমন জানানো হয়, মকর সংক্রান্তি ফসল কাটার উৎসব। কৃষকরা তাদের চাষের জমিতে যাতে ভাল ফলন হয় সেই আশায় , নতুন ফসল তোলার আনন্দে পালন করে মকর সংক্রান্তি। বিভিন্ন রাজ্যে ধুমধাম করে মকর সংক্রান্তি পালন করা হয়। প্রতি বছরের মত এই বছরও ১৪ জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি। তবে এই বছর রয়েছে বেশ কিছু রাশির জন্য বিশেষ যোগ। যা এক ঝটকায় বদলে দিতে পারে আপনার ভাগ্য।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতকদের জন্য, সূর্যের উত্তরমুখী যাত্রা খুবই শুভ হবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে শুরু করবেন। রাহু কিছু ছোটখাটো সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠবেন। বৃদ্ধি পেতে পারে সম্পদ এবং সমৃদ্ধি ।

বৃষ রাশির জন্যও, সূর্যের উত্তরমুখী যাত্রা লাভজনক হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরি ব্যবসা দুই জায়গাতেই আপনি ভাল ফলাফল করবেন। আপনার আয় বৃদ্ধির যোগ রয়েছে। নতুন চাকরির যোগ রয়েছে।

মকর সংক্রান্তির পর থেকে কর্কট রাশির জাতকদের ভাগ্য জ্বলজ্বল করবে। আপনি যে কোনও কাজে সাফল্য পাবেন। বিদেশ ভ্রমণের জন্য ভাল সুযোগ আসতে পারে। নতুন উদ্যোগ শুরু করলে সাফল্য়ের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে মকরসংক্রান্তির পর থেকেই । প্রতিটি কাজে পাবেন সাফল্য । নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন।