AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Shivratri 2025: কেন ফাল্গুন মাসেই হয় মহাশিবরাত্রি? ঠিক কী হয়েছিল এই দিন?

Maha Shivratri 2025: শিবরাত্রির দিন শিব লিঙ্গের পুজো করার চল রয়েছে। প্রশ্ন হল কেন ফাল্গুন মাসের শিব রাত্রি এত ধুমধাম করে পালন করা হয়? নেপথ্যে রয়েছে কোন রহস্য? কী বলছে পুরাণ?

Maha Shivratri 2025: কেন ফাল্গুন মাসেই হয় মহাশিবরাত্রি? ঠিক কী হয়েছিল এই দিন?
Image Credit: Meta AI
| Updated on: Feb 25, 2025 | 6:07 PM
Share

শাস্ত্র মতে প্রতি মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় শিবরাত্রি। আর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি। মূলত বছরের এই দিনটিতে গোটা দেশে ধুমধাম করে আরাধনা করা হয় মহাদেবের। কেউ কেউ বলেন এই তিথিতে শিবলঙ্গের রূপে আবির্ভূত হন মহাদেব। সেই কারণেই মহা শিবরাত্রির দিন শিব লিঙ্গের পুজো করার চল রয়েছে। প্রশ্ন হল কেন ফাল্গুন মাসের শিব রাত্রি এত ধুমধাম করে পালন করা হয়? নেপথ্যে রয়েছে কোন রহস্য? কী বলছে পুরাণ?

শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে ফাল্গুন মাসেই উদযাপিত হয় মহা শিবরাত্রি। এই সময়েই দেবী পার্বতীর সঙ্গে দেখা হয় মহাদেবের। ফাল্গুনের এই তিথিতেই পার্বতীকে বিয়ে করে ফের সংসারী হয়েছিলেন শিব। অর্থাৎ ফাল্গুনের কৃষ্ণচতুর্দশী তিথিতে এক হয়েছিলেন শিব-শক্তি। বিশ্বের দুই অনন্ত শক্তির মিলন ঘটে এই দিন। বিয়ে হয় স্বয়ং হর-পার্বতীর। সেই কারণেই ফাল্গুন মাসের এই তিথি বিশেষ ভাবে উদযাপিত হয়। যা মহাশিবরাত্রি নামে পরিচিত।

পুরাণ অনুযায়ী, মহাদেবকে বর হিসাবে পেতে দীর্ঘ বহু বছর কঠিন তপস্যা করেন দেবী পার্বতী। তাঁর ভক্তি, ভালবাসা, শ্রদ্ধা এবং কঠিন সংকল্পের সামনে মাথা নত করেছিলেন মহাদেব। বিশ্বাস, তাই এই দিন উপোস করে সঠিক নিয়ম করে ব্রত পালন করলে মনের মতো সঙ্গী পাওয়া যায়। যুগ যুগ ধরে তাই কুমারী কন্যাদের মধ্যে শিব রাত্রির ব্রত করার চল রয়েছে।

উপোস করে শিব রাত্রির দিন ব্রত করতে হয়। সিদ্ধ চালের ভাত কিংবা আমিষ খেতে নেই। সাধারণত আতপ চালের সিদ্ধ ভাত খেতে খাওয়া হয়। ময়দায় তৈরি খাবারও খাওয়া যায়। রান্নায় সাধারণ লবণের বদলে সন্দক লবণ খেতে হয়।